মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয়, তবে ‘খারাপ পরিণতি’ ঘটতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই সতর্কবার্তা দেন তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেই দেশের হাতে এটি না ফিরিয়ে দেয়, তাহলে খারাপ কিছু ঘটবে।’
শনিবার হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ঘাঁটিটি পুনরুদ্ধারের জন্য মার্কিন সেনা পাঠাবেন কিনা? এ প্রশ্নের উত্তর তিনি সরাসরি দেননি। বলেন, ‘এটা নিয়ে এখন আমরা কথা বলব না। এখন আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা ওই বিমান ঘাঁটি ফেরত চাই। খুব শিগগিরই ফেরত চাই। যদি ওরা সেটা না করে, যদি না করে, আমি কী করব সেটা আপনারা সকলে দেখতে পাবেন।’
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। দুই দশকের যুদ্ধ চলাকালীন এখানে ফাস্টফুড রেস্টুরেন্ট, দোকানপাট এবং একটি বিশাল কারাগার পর্যন্ত ছিল। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এই ঘাঁটি দখলে নেয়।
এমআর/এসএন