‘দাগী’ চলচ্চিত্রের সাফল্যের পর এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন তিনি। দর্শকদের ভালোবাসা ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে তমা এবার এমন একটি প্রজেক্ট বেছে নিয়েছেন, যা তার আগের কাজগুলোকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তমা মির্জা তার আসন্ন চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন। তার কথায়, ‘আমার মনে হয়, সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’
নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে তমা জানান, তিনি শুধু বর্তমানের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। তার ইচ্ছা, ভবিষ্যতে যখন হয়তো কাজ কমে যাবে, তখনও যেন মানুষ তাকে তার ভালো কাজের জন্য মনে রাখে।
তিনি বলেন, ‘আমার একটাই ইচ্ছা যে হয়তো অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে নানান কারণে নাও হতে পারে। তখনও যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে, আমার কাজ দেখে প্রশংসা করছে।’
‘ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পারছি, এখন যেন আরও এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে, সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে।’
পাশাপাশি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতা মিথিলার কথা উল্লেখ করে বলেন, ‘মিথিলা সবদিক থেকে পারফেক্ট এবং পরিশ্রমী একজন নারী, অনেক স্ট্রাগল করেছে। এই বিউটি প্রেজেন্টের মূল লক্ষ্য শুধু জনপ্রিয়তা অর্জন নয় বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা।’
শাকিব খানের প্রশংসা করে তমা আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনে, সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে সেটা হলো শাকিব খানকে।’ তার কথায়, ‘সেই জায়গা থেকে আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেলে, আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা রাখবে এবং সেখানে গিয়ে সে আমাদের মুখ উজ্জ্বল করবে।’
এবি/এসএন