নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই শিরোনামে আছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তার পরিচালনায় তৈরি ডেবিউ সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির প্রথম সপ্তাহেই ভারতের টপ-১০ সর্বাধিক দেখা শোর তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে।
সিরিজটি মুক্তির আগে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রিমিয়ারেও হাজির হয়েছিলেন বলিউডের নামিদামি তারকারা। সেখানে উপস্থিত ছিলেন কমেডিয়ান সময় রায়নাও।
তবে অনুষ্ঠানে সবার দৃষ্টি কেড়েছে তার পরনের টি-শার্ট, যেখানে বড় হরফে লেখা—‘সে নো টু ক্রুজ’।
সিরিজের প্রিমিয়ার থেকে আরিয়ান, সময় ও তার বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন আরিয়ানের মামাতো ভাই অর্জুন ছিবা। এরপর তা মুহূর্তেই ভাইরাল, হচ্ছে নানা আলোচনা।ছবিটি দেখার পরেই নেটিজেনরা বুঝতে পেরেছেন, ২০২১ সালে ক্রুজ পার্টির সময় মাদকসংক্রান্ত একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরিয়ানের গ্রেপ্তার কাণ্ড নিয়ে এটি ছিল মজাদার ইঙ্গিত।
উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর ক্রুজ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ান খানসহ ২০ জনকে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
এবি/এসএন