ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জহিরুল ইসলাম।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ধলপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী অংশগ্রহণ করেছেন। একইভাবে ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
জহিরুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতার অভ্যাসের শুরু হোক শৈশব থেকে। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা ছড়িয়ে দিতে পারে।
তিনি বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কাজে যুক্ত করার পরামর্শ দিয়ে বলেন, পরিচ্ছন্নতা যেন জীবনের অংশ হয়ে ওঠে। এ সময় তিনি অভিযানে অংশ নেওয়ার জন্য ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচিকে ধন্যবাদ জানান।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. নিশাত পারভীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৫ মো. আবু আসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. নূর-ই-নাজনীন ফেরদৌস প্রমুখ।
পিএ/টিএ