বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'জলি এলএলবি ৩' মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম দুই পর্বের সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকরা এই কোর্টরুম ড্রামাকে সাদরে গ্রহণ করেছেন।
মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ছবিটি ৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে, যা বক্স অফিসে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই ছবিটি দারুণ ব্যবসা করছে।
প্রথম দিনে ১২.৫ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় দিনে এর কালেকশন ছিল ২০ কোটিরও বেশি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, তৃতীয় দিন অর্থাৎ রবিবার ছবিটি ২১ কোটি রুপি আয় করে, যা আগের দিনের চেয়েও বেশি। সব মিলিয়ে তিন দিনে 'জলি এলএলবি ৩'-এর মোট আয় দাঁড়িয়েছে ৫৩.৫০ কোটি রুপি।
ছবিটির এই সাফল্যের পেছনে মূল আকর্ষণ হিসেবে কাজ করেছে দুই 'জলি' অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির আইনি লড়াই। সিনেমাটিতে তারা একে অপরের বিরুদ্ধে মামলা লড়েছেন, যেখানে দুজনই প্রমাণ করতে চেয়েছেন কে আসল 'জলি এলএলবি'।
কৃষকদের জমি দখল করে নেওয়া এক দুর্নীতিবাজ ব্যবসায়ীর বিরুদ্ধে এই মামলার গল্পটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর, যিনি এর আগের দুটি পর্বও পরিচালনা করেছিলেন।
এসএন