সম্প্রতি মুক্তি পেয়েছে তাসনুভা তিশা অভিনীত একক নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’। এ নাটকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি।
এ প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্য রকম একটি কাজ। দর্শক প্রত্যাশা পূরণে ঠিক যে ধরনের গল্প প্রয়োজন; তা বাছাই করা, অভিনেতা-অভিনেত্রীদের কাজ থেকে তাদের সেরা কাজটি বের করে আনা থেকে শুরু করে সব কিছু পরিকল্পনামাফিক করেছেন নির্মাতা।
আমরা যারা নাটকে অভিনয় করেছি, সবাই চরিত্র আত্মস্থ করেছি ও ভালো কিছু করে দেখানোর চেষ্টায় কার্পণ্য করিনি। যার ফলস্বরূপ নাটকটি আমাদের প্রত্যাশা পূরণ করেছে। বেশ ভালো সাড়া ও প্রশংসা পাচ্ছি।’ জানিয়েছেন, বর্তমানে বেছে বেছে কাজ করছেন এ অভিনেত্রী, তাই হাতে কাজও কম।
খানিকটা সময় নিয়ে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চান তিনি। তিশা বলেন, ‘নিজের সিদ্ধান্তে অটল থাকার কারণেই হাতে কম কাজ। দেখা যাচ্ছে, ১০টি কাজের প্রস্তাব পাচ্ছি, যার আটটি গল্পই যাচ্ছে-তাই।
শেষমেশ তাই দুটি নাটকে অভিনয় করতে হচ্ছে।
সেগুলোর কাজ শেষ হলে বাকি সময়টা কাজহীন। অভিনয় যেহেতু পেশা, তাই হাতে কাজ না থাকাটা কষ্টের। তারপরও সব রকম কষ্ট মেনে নিয়ে ভালো কাজ করব। এ সিদ্ধান্তে আমি অনড়।’ একক নাটকে নিয়মিত অভিনয় করলেও এ অভিনেত্রীকে ধারাবাহিকে খুব একটা দেখা যায় না। এদিকে বর্তমানে অধিকাংশ শিল্পীই ধারাবাহিকে কাজ করতে অনাগ্রহ দেখান।
এ প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘ধারাবাহিক নাটক মানেই একই গল্প আর চরিত্রের মধ্যে অনেকদিন নিজেকে আটকে রাখা। এজন্য অনেকে ধারাবাহিকে অভিনয় করতে চান না। কিন্তু ধারাবাহিকে কাজ করায় আমার আপত্তি নেই, কারণ অভিনয় আমার পেশা।’
এবি/এসএন