ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মালয়ালম সিনেমার মহাতারকা মোহনলাল। ২০২৩ সালের এই সম্মাননা পেতে যাচ্ছেন তিনি, যা শনিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
এই খবর প্রকাশের পর থেকেই অভিনন্দন বন্যায় ভাসছেন এই কিংবদন্তি অভিনেতা। তার এই অর্জনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার বিকেলে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে নরেন্দ্র মোদি মোহনলালের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেন।
সেখানে তিনি লিখেছেন, ‘মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। গত কয়েক দশক ধরে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে চলেছে। শুধু মালয়ালম নয়, তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি ছবিতেও তিনি তার অসাধারণ অভিনয়শৈলী দেখিয়েছেন।’
‘কেরালার সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা রয়েছে, যা তার বিভিন্ন কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এই অভিনয় প্রতিভা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
প্রধানমন্ত্রীর এমন শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত হয়ে মোহনলাল পাল্টা পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে আমি সত্যিই অভিভূত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে এমন উষ্ণ বার্তা পেয়ে আমি কৃতজ্ঞ। আমার দীর্ঘ অভিনয় জীবনে যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ।’
মোহনলাল তার চার দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা তাকে ভারতের অন্যতম সেরা অভিনেতার মর্যাদা দিয়েছে। এই সম্মাননা তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের এক অসাধারণ স্বীকৃতি।
এবি/এসএন