রাজনীতিটা মূলত দর-কষাকষির ব্যাপার বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন হাদি।
এনসিপি ও গণ অধিকার পরিষদ কি একীভূত হচ্ছে? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে ওসমান হাদি বলেন, ‘আমি যতদূর জানি, এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। এই আলোচনা এখন নয়, অনেক আগে থেকেই শুরু হয়েছে।’
অনেকে মনে করেন এনসিপি জামায়াতে ঘরে ঢুকে গেছে, এ বিষয়ে জানতে চাইলে হাদি বলেন, ‘এনসিপি কতক্ষণ জামায়াতের ঘরে ঢোকে, কতক্ষণ শুনি বিএনপির ঘরে ঢোকে। কিন্তু আল্টিমেটলি সে কোথাও ঢোকে না। আবার দাঁড়ায়ে থাকে। আমার মনে হয়, এটা এনসিপির গুড মুভ। এর মানে সে দর-কষাকষি করতে চায়, পলিটিকস তো বার্গেইনের ব্যাপার।’
দেশে এখনো পুরোপুরি নির্বাচনী আমেজ শুরু হয়নি বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি বলেন, ‘নির্বাচনী ওই আমেজ তো দেশে শুরু হয়নি।
রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করবে, এরপর সবাই এলাকায় যাবে, কথা বলবে। ওই আমেজটা তো রিয়েলি নাই এখন পর্যন্ত।’