চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় সহসাই ছাড় পাচ্ছেন না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। অনেক দিন ধরে চলা এই মামলায় সোমবার ছিল শীর্ষ আদালতের শুনানি। কিন্তু এই দিনও অব্যাহতি মিলল না অভিনেত্রীর। গত ৩ জুলাই দিল্লি হাইকোর্টের কাছে প্রথমে মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার আবেদন করেছিলেন জ্যাকলিন।
সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। তার পরে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিনেত্রী। সেই আবেদনেরই শুনানি ছিল আজ সোমবার। কিন্তু এবারও অব্যাহতি পেলেন না অভিনেত্রী।
জানা গেছে, শীর্ষ আদালতের কাছে আবেদনে জ্যাকলিন জানিয়েছিলেন, তিনি এই ঘটনায় কোনোভাবেই অভিযুক্ত নন। বরং তার সঙ্গেই নাকি বার বার অন্যায় করেছেন সুকেশ চন্দ্রশেখর।সেই আবেদনে এ-ও বলা হয়েছিল, ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নাকি নিজেই জানিয়েছে, তিহাড় জেলে সুকেশকে ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে। প্রতারণাকাণ্ডে যে ফোন ব্যবহার করা হয়েছিল, সেগুলো এখনো সুকেশ ব্যবহার করছেন বলে আবেদনে জানান জ্যাকলিন।
ইডির অভিযোগ ছিল, সুকেশের থেকে ৭ কোটি রুপির উপহার নিয়েছেন জ্যাকলিন। এই ৭ কোটি নাকি ওই ২০০ কোটি রুপিরই অংশ। জ্যাকলিন দাবি করেছেন, সুকেশের অপরাধজগৎ সম্পর্কে নাকি তার কোনো ধারণাই ছিল না। কারাগারে থাকলেও, সেখান থেকেই জ্যাকলিনকে চিঠি লেখেন সুকেশ। সেই চিঠি সমাজমাধ্যমে তুলে ধরে তার টিম। এমনকি ‘প্রেমিকা’র জন্য নানা রকমের দামি উপহার তিনি এখনো্ পাঠান।
এসএস/টিএ