মালয়ালম সিনেমার জগতে নতুন ইতিহাস গড়েছে লোকাহ: চ্যাপ্টার ১ - চন্দ্রা। কাল্যানি প্রিয়দর্শন ও নাসলেন অভিনীত এই সুপারহিরো ফিল্মটি আন্তর্জাতিকভাবে L2: এমপুরান-এর রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয়কারী মালয়ালম সিনেমা হিসেবে স্থান করে নিয়েছে। ছবিটি বিশ্বব্যাপী ২৬৩.৫০ কোটি রুপি আয় করেছে, যার মধ্যে দেশীয় আয় ১৫১.২৫ কোটি এবং বিদেশ থেকে ১১২.২৫ কোটি রুপি।
এই শক্তিশালী পারফরম্যান্সের ফলে ছবিটি এখন ৩০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের পথে, যা মালয়ালম সিনেমার জন্য এক অনন্য ঘটনা। শিল্প বিশ্লেষকদের অনুমান, এই সপ্তাহান্তের শেষে আয় প্রায় ২৭৫ কোটি রুপির দিকে পৌঁছাবে, যা ত্রয়ীশত কোটি রূপি অর্জনের পথে মাত্র সামান্য দূরত্ব রেখে দেবে।
২০১৮ সালের পর থেকে মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড এই বছর চতুর্থবার পুনঃনির্ধারিত হলো। মাঞ্জুমেল বয়েজ ২০২৪ সালে ২০০ কোটি রুপি আয় করার পর, L2: এমপুরান ২৫০ কোটি রুপির সীমা ছাড়িয়েছিল, আর এবার লোকাহ নতুন উচ্চতায় পৌঁছালো।
পরিকল্পিত সিনেমাটিক ইউনিভার্সের প্রথম কিস্তি হিসেবে চন্দ্রা এক অনন্য সূচনা এনেছে। সুপারহিরো থিমের এই ফিল্ম মলায়ালম সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির দিকেই এগিয়ে নিয়েছে।