চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। চাকসুতে ৪২৯ জন প্রার্থীর মধ্যে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) সহ ১৯ জনের প্রার্থীতা প্রাথমিকভাবে বাতিল হয়েছে। এছাড়াও হল সংসদে ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, এদের মধ্যে নারী প্রার্থী ২১ জন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সংসদে মোট ১৯ জনের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল হয়েছে। কারও তথ্য ঘাটতি ছিল, কেউ স্বাক্ষর করতে ভুল করেছেন, আবার কেউ ডোপ টেস্টের রিপোর্ট জমা দেননি। তবে আমরা সবাইকে ডেকেছি। জানিয়েছি যেসব তথ্যের ঘাটতি রয়েছে, তা পুনরায় জমা দিয়ে প্রার্থিতা বৈধ করার সুযোগ আছে। আমাদের লক্ষ্য হলো, সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং বিনা কারণে কেউ বাদ না যায়।
তিনি আরও বলেন, ২৪টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা নিশ্চিতভাবেই নির্বাচিত হবেন। তবে আমরা এখনই আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দিতে চাই না। নির্ধারিত সময়সীমার (২৫ সেপ্টেম্বর) আগে যদি কেউ স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন।
কোন হলে কতজন নির্বাচিত হচ্ছেন
নবাব ফয়জুন্নেছা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হতে যাচ্ছেন ১১ জন প্রার্থী, এদের মধ্যে সহ-সভাপতি পদে নাট্যকলা বিভাগের পারমিতা চাকমা, খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে পালি বিভাগের অপরাজিতা বড়ুয়া তিন্নী, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে একাউন্টিং বিভাগের খিং খিং ছেন, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে পরিসংখ্যান বিভাগের অনন্যা চাকমা, বাংলা বিভাগের প্রমিতা চাকমা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিপ্রা তনচংগা।
এছাড়া শামসুন্নাহার হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন নির্বাচিত হতে যাচ্ছেন- দপ্তর সম্পাদক পদে সমাজতত্ত্ব বিভাগের সাইমুন সাদিয়া, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে গণিত বিভাগের মোসা. নিসাদ জান্নাত, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আইন বিভাগের ইফফাত আরা জুই, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইতিহাস বিভাগের কানিজ ফাতেমা সিফাত এবং নির্বাহী সদস্য পদে ইসলামিক স্টাডিজ বিভাগের নাসিফা নাঈম তাসফিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মিফতাহুল জান্নাত ও সংগীত বিভাগের মোসা. আফিয়া জাহিন।
প্রসঙ্গত, শামসুন্নাহার হল সংসদের খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে, পদটি ফাঁকা থাকবে।
প্রীতিলতা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন নির্বাচিত হতে যাচ্ছেন- খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে আইন বিভাগের অন্তরা চাকমা এবং বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সিরাজুম মুনিরা। এছাড়া বিজয় চব্বিশ হল সংসদে খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীর নাম অন্তরা সাহা। তিনি চবির ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস বিভাগের শিক্ষার্থী।
শাহজালাল হল সংসদে রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীর নাম মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত। তিনি চবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী। এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদের নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া দুইজন হলেন- চারুকলা ইনস্টিটিউটের মাহমুদুল ইসলাম মিনহাজ ও মো. আবু বকর ছিদ্দিক।
মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
এবি/এসএন