নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৮ জনে। বর্ষা মৌসুম শেষের পথে হলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।
গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, নতুন রোগীদের মধ্যে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা চলছে। শুধু সেপ্টেম্বরেই শনাক্ত হয়েছে ২৮৫ জন, যা এ বছরের সর্বোচ্চ মাসিক সংক্রমণ।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখনও বেশি।
চলতি বছরে এখন পর্যন্ত ৭৬৮ জন রোগী সুস্থ হয়েছেন। জেলায় ডেঙ্গুতে মৃত্যুর কোনো খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনগণকে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, লার্ভা ধ্বংস এবং নিয়মিত মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে জেলা স্বাস্থ্য বিভাগ নানা প্রচারণা চালাচ্ছে।’
এবি/এসএন