রাজনৈতিক নেতাদের নিয়ে ড. ইউনূসের নিউইয়র্ক সফর ঘিরে প্রশ্ন তুললেন জিল্লুর রহমান

নিউইয়র্কে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেছেন, এই সফর ‘রাজনৈতিক সফর’ বা ‘পিকনিক’ হিসেবেই দেখা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন -এই সফরের উদ্দেশ্য কী? কার স্বার্থে এই সফর এবং কেন বিএনপি, জামায়াত ও এনসিপিকে এক প্ল্যাটফর্মে এনে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করা হচ্ছে?

সোমবার (২২ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে একটি বহুল প্রত্যাশিত রাজনৈতিক পরিবর্তন ঘটেছে -শেখ হাসিনা ও তার সরকারের বিদায় নিশ্চিত হয়েছে একটি অভ্যুত্থানের মাধ্যমে।

অনেকেই এই পরিবর্তনের আশা করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মানুষের অনেকের চাওয়া ছিল কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক উত্তরণ কিংবা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং দেশ এক নতুন ও অপ্রত্যাশিত পথে যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল নিরপেক্ষভাবে দেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু বাস্তবে দেখা গেল এই সরকারের উপদেষ্টারা দেশের বাইরে সময় কাটাচ্ছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টাসহ কয়েকজন বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন এবং এটি এক প্রকার ‘রাজনৈতিক সফর’ বা ‘পিকনিক’ হিসেবেই দেখা হচ্ছে। এই সফরে প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

তিনি বিএনপি, জামায়াত, এনসিপিসহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিউইয়র্কে অবস্থান করছেন। এতে প্রমাণ মেলে যে, দেশের মূল রাজনৈতিক দলগুলো তার নেতৃত্বে বা ছত্রচ্ছায়ায় একত্র হচ্ছে -যা তার জন্য বড় ‘অর্জন’, কিন্তু বিএনপির জন্য বড় ‘বিসর্জন’।

তিনি আরো বলেন, ‘দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি বর্তমানে রাজনৈতিকভাবে দুর্বল ও বিভ্রান্ত। নিজের অবস্থান থেকে ক্রমাগত আপস করতে করতে আজ তারা ছোট ছোট দলগুলোর সঙ্গে সমান প্ল্যাটফর্মে নেমে এসেছে। এই দুর্বলতা, নেতৃত্বহীনতা ও আত্মবিশ্বাসের অভাব তাদের আরো পিছিয়ে দিচ্ছে।

একই সঙ্গে জামায়াত, এনসিপি ও অন্যান্য দলও নিজেদের শক্তি ও অবস্থান তৈরি করতে চাইছে -ফলে একটি ‘ভাগাভাগির রাজনীতি’ শুরু হয়েছে। সরকার এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি সুবিধাজনক রাজনৈতিক বিন্যাস তৈরি করার চেষ্টা করছে, যেখানে সবাইকে কিছু দিয়ে মূল প্রতিদ্বন্দ্বিতাকে দুর্বল করা যাবে।

জিল্লুর রহমান বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক নেতাদের মধ্যে ‘আন্ডারস্ট্যান্ডিংয়ের’ নামে যে বোঝাপড়া হচ্ছে তা মূলত গণতন্ত্রকে কলুষিত করছে। রাজনৈতিক শক্তিগুলো যখন নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার ভাগে অংশ নিতে চায়, তখন জনগণের অধিকার, ভোট এবং প্রতিনিধিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সরকারও নিজেদের ইমেজ তৈরিতে ব্যস্ত। বিভিন্ন ‘সার্ভে’র মাধ্যমে জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা চলছে, যদিও অতীতেও আমরা দেখেছি, এই সার্ভেগুলোর ফলাফলের সঙ্গে বাস্তবের মিল ছিল না। শেখ হাসিনা আমলে যেভাবে সার্ভে করে তার জনপ্রিয়তা দেখানো হতো, আজও একই পন্থা অনুসরণ করা হচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে -দুর্নীতি, স্বজনপ্রীতি, প্রশাসনের অনিয়ম ও জবাবদিহিহীনতা আগের মতোই রয়ে গেছে।

তিনি বলেন, সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন একটি গভীর সংকট বিরাজ করছে। গণতন্ত্রের নামে একটি চুক্তিভিত্তিক ও প্রভাবশালী গোষ্ঠীনির্ভর রাজনীতি গড়ে উঠেছে, যা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। এখন প্রয়োজন একটি স্বচ্ছ, নৈতিক এবং গণভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি, যেখানে রাজনীতি হবে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কোটি কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আটকে থাকে : চসিক মেয়র Sep 23, 2025
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মা হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন Sep 23, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 23, 2025
img
আখতার ভাইয়ের ওপর হামলার মাশুল তাদের বহুগুণে গুণতে হবে : আব্দুল কাদের Sep 23, 2025
img
নির্ধারিত সময়েও দেওয়া হয়নি ভোটার তালিকা Sep 23, 2025
সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলছেন তারেক রহমান Sep 23, 2025
আলোচনায় ফারিয়ার হানিমুন ভ্রমণ পরিকল্পনা! Sep 23, 2025
‘পাত্তা দেই না’ উদযাপন বিতর্কে সোজাসাপ্টা ফারহান Sep 23, 2025
img
ব্যালন ডি’অরের নতুন রাজা উসমান দেম্বেলে, রাণী আইতানো বনমাতি Sep 23, 2025
img
ভারত ম্যাচের উত্তাপ নিয়ে ভাবছে না টাইগাররা Sep 23, 2025
img
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স Sep 23, 2025
img
পিএসজিকে ট্রেবল জিতিয়ে পুরস্কার পেলেন লুইস এনরিকে Sep 23, 2025
img

মাহফুজুর রহমান

আমি আওয়ামী পরিবারের সন্তান, ছাত্রলীগ করেছি তবে কোনো পদে ছিলাম না Sep 23, 2025
img
ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা Sep 23, 2025
img
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Sep 23, 2025
img
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে পাওয়া ৪ হাজার এনআইডির রহস্য উন্মোচন Sep 23, 2025
img
রাজনৈতিক নেতাদের নিয়ে ড. ইউনূসের নিউইয়র্ক সফর ঘিরে প্রশ্ন তুললেন জিল্লুর রহমান Sep 23, 2025
img
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান Sep 23, 2025
img
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ Sep 23, 2025
img
রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Sep 23, 2025