দুর্দান্ত জয়ে সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের আশা দেখছে লিটন দাসের দল (ASIA CUP 2025)।
অন্যদিকে, গ্রুপপর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। গত (রোববার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমান আঘার দল। অন্যটি খেলবে বাংলাদেশের বিপক্ষে।
নিজেদের প্রথম ম্যাচে জয়ে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান হলেও নেট রানরেটের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলেও নেট রানরেটে বেশি এগোতে পারেনি টিম টাইগার্স। ১ বল হাতে রেখে ম্যাচ জেতার পর টাইগারদের নেট রান এখন +০.১২১। অন্যদিকে, ভারত +০.৬৮৯ নেট রানরেটে আছে শীর্ষে।
আগামীকাল (বুধবার) দুবাইয়ে সুপার ফোরের পরবর্তী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন একই ভেন্যুতে সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাকি দুটির একটিতে জিতলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। এ ছাড়া দুটিতে হারলেও কাগজে-কলমে সুযোগ থাকছে।
ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতলেও তখন চলে আসবে নেট রানরেটের হিসাব। আর সেখানে সমীকরণ মেলাতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে লিটন দাসের দল। অবশ্য শেষ দুই ম্যাচ হেরে গেলেও যদি কিন্তুর ওপর টাইগাররা চলে যেতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে।
সেক্ষেত্রে ভারতকে পরের দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে।
সেক্ষেত্রে ভারতের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে। ফলে সুযোগ থাকবে বাংলাদেশেরও। আগামী ২৮ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশ দল যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। আপাতত চোখ সুপার ফোরের বাকি দুই ম্যাচে (ASIA CUP 2025)।
ইএ/এসএন