নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিশৃঙ্খলাকারীদের উসকানিতে পা না দিয়ে তারেক রহমানের নির্দেশনা মেনে দলের জন্য কাজ করতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফখরুল ইসলামের বসুরহাট আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি নেতাকর্মীরা। সেখানে নেতাকর্মীদের এ অনুরোধ করেন তিনি। এ সময় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এ নির্বাচন যেন ভোট দখলের নির্বাচন না হয়।
তিনি আরও বলেন, অনেকে বিশৃঙ্খলা করতে চাইবে। আমাদের কোনো নেতাকর্মী বিশৃঙ্খলায় জড়াবেন না। আমি অনুরোধ করব, আমাকে যারা ভালোবাসেন আপনারা উসকানিমূলক কোনো কথা বলবেন না, ষড়যন্ত্রকারীদের উসকানিতে পা দেবেন না।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যারা আজকে কষ্ট করে আমাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, হাজি ইবরাহীম, মো. আলমগীর, মো. সাহাব উদ্দিন, জসিম উদ্দিন মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম ইউ ছোটন উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফখরুল ইসলাম দীর্ঘদিন থেকে ব্যারিস্টার মওদুদ আহমদের অবর্তমানে দলের জন্য কাজ করে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
এবি/এসএন