শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। যা টাইগারদের ফাইনাল খেলার স্বপ্ন দেখাচ্ছে। তবে জয় এলেও এখনো শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে চলছে কাটাছেঁড়া। সেদিন নুরুল হাসান সোহানের বাদ পড়া নিয়েও এক ধরনের আলোচনা চলছে।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন কম্বিনেশন ঠিক রাখতেই সোহানকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামীকাল (বুধবার) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে টাইগার কোচ সিমন্স সংবাদ সম্মেলনে সোহানের বাদ পড়ার বিষয়ে বলেন, ‘সবারই সময় আসে। রিশাদ ভালো বল করেও একাদশের বাইরে চলে গেছে। আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নামার চেষ্টা করছি। আগের ম্যাচে ভালো করেও আপনি বাদ পড়তে পারেন কম্বিনেশনের কারণে।’
সাধারণত একজন ক্রিকেটারের ফর্ম বিবেচনা করে পরবর্তী ম্যাচের একাদশে তাকে রাখার বিষয় বিবেচনা করা হয়। আবার প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা অনুসারেও সাজানো হয় দলীয় কম্বিনেশন। যা ফর্মে থাকা ক্রিকেটারকেও বাদ পড়তে বাধ্য করে। বিষয়টা তাদের জন্য কঠিন ও দুর্ভাগ্য উল্লেখ করে সিমন্স বলেন, ‘হ্যাঁ (আনলাকি বলা যায়)। ব্যাপারটা কঠিন, তবে একাদশ যেন সঠিকভাবে বেছে নেওয়া হয় সেই চেষ্টা করছি। এতে হয়তো একাদশে সুযোগ পাওয়া অনেকের জন্য কঠিন হচ্ছে।’
ভারতকেও হারানো সম্ভব, বিশ্বাস বাংলাদেশ কোচের
এভাবে একাদশ সাজালে ঝুঁকি হয় না বলেও মনে করেন সিমন্স। পরিস্থিতি বুঝে দলে পরিবর্তন আনার মাধ্যমে সফল হওয়ার কথাই বললেন তিনি, ‘আমি ঝুঁকির কিছু দেখছি না। আমি (বাংলাদেশের দায়িত্বে) আসার পর থেকে আমরা সেরা একাদশ বেছে নেওয়ার চেষ্টাটাই করছি। এখন পর্যন্ত সুফল পাচ্ছি।’
ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার কারণেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে সুফল পাচ্ছে বলেও দাবি এই ক্যারিবীয় কোচের, ‘বেশ ভালো যাত্রা। ক্যাপ্টেন যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে তাতে আমারও বড় ভূমিকা ছিল। কোচরাও কৃতিত্ব পাবে। আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছি তারা যেন মাঠে নিজেদের মেলে ধরে। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরি, সবাই যেন নিজেদের স্কিল নিজের মতো দেখাতে পারে।'
এবি/এসএন