ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন দক্ষিণি মেগাস্টার মোহনলাল।
ভারতীয় সিনেজগতে অনবদ্য অবদানের জন্য আজ মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে দক্ষিণী এ তারকাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এদিন মোহনলালের পরনে ছিল দক্ষিণের ঐতিহ্যবাহী সোনালি পাড়ের সাদা ধুতি-পাঞ্জাবি। জাতীয় পুরস্কারের মঞ্চেও নিজস্ব প্রাদেশিক সংস্কৃতি তুলে ধরলেন মোহনলাল।
এ সময় রাষ্ট্রপতিকে সাক্ষী রেখে সেই পুরস্কার তিনি উৎসর্গ করলেন মালয়ালি সিনে ইন্ডাস্ট্রিকে।
মোহনলাল বলেন, ‘রাজ্যের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় দাদাসাহেব পুরস্কারবিজয়ী হিসেবে আমি মনে করি, এই জয় আমার একার নয়, গোটা মালয়ালম ইন্ডাস্ট্রির। আমাদের সৃজনশীলতার উত্তরাধিকারের প্রতীক এই সম্মান।’
মোহনলালের দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হওয়ায় উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও। এক্স হ্যান্ডলে মালয়ালম ভাষায় পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সেই পোস্টে বিগ বি লেখেন, “আমি খুশি মোহনলাল জি, আপনি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। ভীষণ আনন্দ হচ্ছে এবং এটাই শিল্পীর সর্বোচ্চ স্বীকৃতি। আন্তরিক অভিনন্দন।
আমি আপনার কাজ এবং শিল্পীসত্ত্বার মহান ভক্ত। আপনার অজেয় প্রতিভা দিয়ে এভাবেই আমাদের গর্বিত করতে থাকুন এবং আমাদের সবার জন্য ‘পাঠ’ হয়ে থাকুন। শ্রদ্ধার এবং গর্বের সঙ্গে আমি আজীবন আপনার একনিষ্ঠ ভক্ত হয়েই থাকব।”
উল্লেখ্য, এর আগে সেরা অভিনেতা হিসেবে দুবার জাতীয় পুরস্কার পেয়েছেন মোহনলাল। সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে দর্শককে অভিনয়গুণে মুগ্ধ করে এসেছেন সিনেদর্শককে। চার শরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এবি/টিএ