নারায়ণগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বাচলের শুম মার্কেট ভূঁইয়া ব্রিজ সংলগ্ন ৩ নম্বর ইন্টারসেকশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল ওই ইন্টারসেকশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সিগন্যাল বোর্ডে সজোরে ধাক্কা দেয়।
সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
পরে নিহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত অপর আরোহী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঞ্চন হাইওয়ে থানার ইনচার্জ সোহেল ঘটনার বলেন, ‘নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তিও চিকিৎসাধীন রয়েছেন। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমআর