লিগ শুরু হতে না হতেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে যাওয়া লিভারপুলকে প্রশংসায় ভাসিয়েছেন এন্টসো মারেস্কা। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শতভাগ জয় পাওয়া একমাত্র দলটিকে থামানো অসম্ভব মনে হচ্ছে চেলসি কোচের। তার ধারণা, শক্তি বাড়িয়ে নেওয়া আর্না স্লটের দলের শিরোপা ধরে রাখা হয়তো ঠেকাতে পারবে না কোনো ক্লাবই।
ইয়ুর্গেন ক্লপের জায়গায় গতবার লিভারপুলের কোচ হয়ে এসে প্রিমিয়ার লিগ জেতেন স্লট। চার ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করেন শিরোপা। শেষ পর্যন্ত রানার্সআপ আর্সেনালের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থেকে শেষ করেন মৌসুম।
চ্যাম্পিয়ন্স লিগেও প্রাথমিক পর্বে শীর্ষে ছিল লিভারপুল। সম্ভাব্য ফেভারিটদের মধ্যেই ছিল তারা। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোতে থেমে যায় তাদের পথচলা। শেষ পর্যন্ত শিরোপা জেতা পিএসজির বিপক্ষে স্লটের দল হেরে যায় টাইব্রেকারে।
চলতি মৌসুমের জন্য শক্তি বাড়িয়ে নিয়েছে লিভারপুল। সবশেষ গ্রীষ্মের দলবদলে দুইবার তারা ভেঙেছে ক্লাবের ট্রান্সফার ফির রেকর্ড। ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে বায়ার লেভারকুযেন থেকে ফ্লোহিয়ান ভিয়েৎসকে অ্যানফিল্ডে আনে তারা। দলবদলের শেষ দিনে সাড়ে কোটি ১২ পাউন্ড দিয়ে নিউক্যাসল ইউনাইটেড থেকে আলেকসান্দার ইসাককে দলে নেয় দলটি। সব মিলিয়ে নতুন খেলোয়াড় কিনতে লিভারপুল খরচ করেছে ৪০ কোটি পাউন্ডের বেশি।
দলবদলের বাজারে রেকর্ড গড়া দলটি নতুন মৌসুমের শুরুটা করেছে দারুণ। প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে জিতেছে প্রথম পাঁচ ম্যাচেই। ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা দলটি আর্সেনালের চেয়ে এগিয়ে পাঁচ পয়েন্টে।
চেলসি পিছিয়ে সাত পয়েন্টে। তবে আপাতত প্রিমিয়ার লিগ নয়, লিগ কাপে মনোযোগ দিচ্ছেন দলটির কোচ মারেস্কা। সোমবার লিঙ্কন সিটির বিপক্ষে ম্যাচ আছে তাদের। এর আগে সংবাদ সম্মেলনে এলো লিভারপুলের প্রসঙ্গ।
“যদি এভাবে চালিয়ে যায় তাহলে ওদের ধরা অসম্ভব হয়ে যাবে। শুধু আমাদের জন্য নয়, সব দলের জন্যই।”
“গত বছর থেকে তারা খুব ভালো করছে। যেসব খেলোয়াড়কে তারা কিনেছে, তা স্পষ্ট করে দিচ্ছে আবারও প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্যেই তারা এগোচ্ছে।”
এমআর