বারবার নিয়ম ভাঙা ও শৃঙ্খলা ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বোর্ড মিটিং শেষে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।
আইসিসি জানায়, প্রায় এক বছর ধরে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলেছে। তবুও যুক্তরাষ্ট্র ক্রিকেট সঠিক শাসনব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি দেশটির অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রেও কোনো অগ্রগতি হয়নি। বারবার এমন কর্মকাণ্ড ঘটেছে, যা ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
তবে সদস্যপদ স্থগিত হলেও যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলো আইসিসির টুর্নামেন্টে খেলতে পারবে। বিশেষ করে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিমূলক আসরগুলোতে অংশ নেওয়ার সুযোগ থাকবে তাদের। আইসিসি জানিয়েছে, খেলোয়াড়দের ক্যারিয়ার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এখন থেকে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের ব্যবস্থাপনা সরাসরি সামলাবে আইসিসি কর্তৃক নিযুক্ত প্রতিনিধি দল। তারা খেলোয়াড়দের উন্নয়ন, হাই-পারফরম্যান্স প্রোগ্রাম এবং প্রস্তুতিমূলক কার্যক্রম তদারকি করবে। একই সঙ্গে একটি ‘নরমালাইজেশন কমিটি’ গঠন করা হবে, যারা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ও কাঠামোগত পরিবর্তনের দায়িত্বে থাকবে।
আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘এটি দুঃখজনক হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত। ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এখন থেকে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড সরাসরি কোনো কার্যক্রম চালাতে পারবে না। তবে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে খেলোয়াড়রা। সদস্যপদ পুনরুদ্ধার করতে হলে সব সংস্কার কার্যকর করতে হবে আইসিসির নির্দেশনা অনুযায়ী।
এমকে/এসএন