প্রাকৃতিক অভিনয়ের জন্য জনপ্রিয় দক্ষিণি তারকা সাই পল্লবী আবারও বিতর্কের শিকার। এবার তাঁকে ঘিরে তৈরি হয়েছে ভুয়া ছবি কেলেঙ্কারি। গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু বিকিনি ও সুইমস্যুট পরিহিত ছবির দাবি, যেখানে বলা হচ্ছে ছুটিতে বোনের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। বিষয়টি দেখে স্তম্ভিত হয়ে পড়েন ভক্তরা, বিশেষ করে তিনি যখন ‘রামায়ণ’-এর মতো ভক্তিমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত।
তবে সত্য স্পষ্ট—এসব ছবি সম্পূর্ণ ভুয়া। সাই পল্লবীর বোন শেয়ার করা আসল ছবিগুলো ডিজিটালি পরিবর্তন করে ছড়িয়েছে একদল দুষ্টচক্র। জনপ্রিয় এই অভিনেত্রী কোনোদিনই গ্ল্যামার নির্ভর নন। তাঁর ক্যারিয়ার দাঁড়িয়ে আছে অভিনয় ও স্বকীয়তার ওপর। তাই এসব ভুয়া ছবি ছড়িয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।
ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় সাই পল্লবীর সমর্থনে দাঁড়িয়েছেন ভক্তরা। তাঁরা ভুয়া কনটেন্ট প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। ভক্তদের মতে, অভিনেত্রীর ব্যক্তিগত মর্যাদায় আঘাত হানা শুধু নিন্দনীয়ই নয়, আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ।
এসএন