কিংস কাপের ৩২তম রাউন্ডের ম্যাচে দাপুটে জয় পেয়েছেন আল নাসর। জেদ্দাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই ম্যাচে মাঠে নামেননি আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
জেদ্দার প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। মাত্র আট মিনিটে প্রতিপক্ষ দলের ফুটবলারের ভুলে লিড নেয় আল নাসর। আট মিনিটে আত্মঘাতি গোল করে জেদ্দার ওমর। ১-০তে এগিয়ে যায় নাসর।
প্রথমার্ধ্ব জুড়ে বেশ কয়েকবার চেষ্টা করেও কোনো গোল করতে পারেনি জর্জ জেসুসের দল। বিরতির পর যদিও গোলের আক্ষেপ পূরণ করে আল নাসর। ৬১ মিনিটে ওয়েসলের গোলে ২-০তে লিড নেয় দলটি।
এর ঠিক দশ মিনিট পর নাসরের তৃতীয় গোলটি করেন জোয়াও ফেলিক্স। চেলসি ছেড়ে আল নাসরে যোগ দেয়ার পর দুর্দান্ত ছন্দে আছেন পর্তুগালের এই তারকা। লিগে ৫ গোলের পাশাপাশি এবার লিগ কাপেও গোল পেলেন তিনি। ম্যাচের ৮৯তম মিনিটে সিমাকানের গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে আল নাসর।
এদিকে কিংস কাপের আরেক ম্যাচে আল-ওয়েহদাকে ১-০ গোলে হারিয়েছে আল ইতিহাদ।