এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে টাইগারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। নিজ দেশের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো দেখিয়েছেন। একইসঙ্গে সূর্যকুমারদের বিপক্ষে জয় পেতে কী করতে হবে সে কৌশলও বাতলে দিয়েছেন।
সুপার ফোরে উঠতে অন্যের উপর ভর করতে হলেও, এ পর্বের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে এখন ফাইনালের দিকে তাকিয়ে লিটন দাসের দল।
হাতে আছে দুই ম্যাচ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে ম্যাচের পরের দিন খেলা পাকিস্তানের বিপক্ষে। এ দুই ম্যাচের একটি জিতলে বাংলাদেশের ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিত। তবে শক্তিমত্তায়, অতীত পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা বেশ কঠিন হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
যদিও ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছেন, বাংলাদেশের পক্ষে ভারতকে হারানো সম্ভব। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতকে হারানো অসম্ভব না, বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের।’
১৯৮৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের হয়ে ১১১ আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করা মাঞ্জরেকার নিজ দেশের শক্তিমত্তা ও দুর্বলতা ধরিয়ে দিয়েছেন। জয়ের জন্য টাইগারদের কী করতে হবে সে কৌশলও বাতলে দিয়েছেন।
তিনি বলেন, ‘ভারতের বোলিং কিছুটা দুর্বল, চাপে পড়তে পারে। স্পিন শক্তিশালী। বাংলাদেশের উচিত হবে কুলদ্বীপ-বরুণদের দেখে খেলা। পেসারদের ওপর চড়াও হওয়া উচিত। হার্দিক-দুবেদের টার্গেট করা উচিত। আর ভারতের ব্যাটিং নিয়ে কিছু করার নেই। বাংলাদেশি বোলারদের উচিত হবে সবকিছু সিম্পল রেখে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাওয়া। আর আশা করা ব্যাটার মিস করবে বল। এটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়।’
এবি/টিএ