সম্প্রতি ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় আসার পর জমকালো এক অনুষ্ঠানে অংশ নেন পাকিস্তানি এ তারকা। ওই অনুষ্ঠানেই দর্শকের উদ্দেশে বাংলা গানে নাচেন অভিনেত্রী।
বাংলাদেশের প্রশংসা করে হানিয়া আমির একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে ভক্তদের ভালোবাসা পেয়েছেন পাকিস্তানি এই তারকা।
তিনি লিখেছেন, আসসালাম ও আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে।
হানিয়া আরও লিখেছেন, ‘তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।’
প্রথমবারের মতো বাংলাদেশে আসেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা সফর করেন তিনি। বাংলাদেশ সফরকালে কয়েকটি আয়োজনে অংশ নেন এই তারকা।
ইএ/এসএন