ইনোভিশন কনসাল্টিংয়ের জরিপ

আওয়ামী লীগকে ১৮.৮% মানুষ ভোট দেবে, খুবই ইন্টারেস্টিং : মাসুদ কামাল

বেসরকারি ব্যবস্থাপনা পরামর্শক সংস্থা ইনোভিশন কনসাল্টিং পরিচালিত ‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপের সেপ্টেম্বর পর্বের ফলাফলে দেখা যাচ্ছে, যারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা প্রকাশ করেছেন, তাদের ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন। গত মার্চে প্রথম পর্বের জরিপে এই হার ছিল ১৪ শতাংশ। এ নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। আওয়ামী লীগকে ভোট দেওয়ার তথ্যটি খুবই ইন্টারেস্টিং লেগেছে বলে মন্তব্য করেছেন তিনি।

মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগ কিন্তু নির্বাচন অংশ নিতে পারবে বলে এখনো মনে হচ্ছে না। তাদের প্রতি পছন্দ দেখিয়েছে ১৮ দশমিক ৮ শতাংশ মানুষ। এটা কিন্তু একটা খুবই লক্ষণীয় প্রবণতা।

যে দলটা নাই, যে দলটাকে সমর্থন করলে আপনার নানা রকম হেনস্তার শিকার হতে পারেন, সেই দলের প্রতি এত প্রতিকূলতার মধ্যেও ১৮ দশমিক ৮ মানুষ বলেছে তারা থাকলে আমরা তাদেরকে ভোট দিব।

খুবই ইন্টারেস্টিং। আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেওয়া উচিত? এটাও প্রশ্নের মধ্যে ছিল। দেখা গেছে যে প্রায় অর্ধেক মানে ৪৫ দশমিক ৭৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। আর এর বিপরীত দিকে ৪৫ দশমিক ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়।

লক্ষ করুন, এখানেও কিন্তু অল্প ব্যবধান হলেও বেশিরভাগ লোক কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।

গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়, তাতে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন ভোটার। দেশের ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করে ইনোভিশন কনসাল্টিং। মোট ১০ হাজার ৪১৩ জন ভোটার সেপ্টেম্বরের 'জনগণের নির্বাচন ভাবনা' জরিপে অংশগ্রহণ করলেও তাদের মধ্যে ৫ হাজার ৬৭৩ জন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা জরিপের মধ্যে প্রকাশ করেছেন।

ফলাফলে দেখা যাচ্ছে, তাদের মধ্যে আওয়ামী লীগকে ভোট দিতে আগ্রহীদের হার বাড়লেও ভোটের মাঠে থাকা বেশিরভাগ দলের ক্ষেত্রে তা কমেছে। সমর্থনে সবচেয়ে এগিয়ে আছে বিএনপি, জরিপে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ জরিপের স্যাম্পলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাসুদ কামাল বলেন, এই যে ১০ হাজার ৪১৩ জন- সবাই কিন্তু ১৮ বছরের বেশি বয়স্ক। এখানে গ্রামের লোক ছিল, মানে ঢাকার বাইরের লোক ছিল, আবার ঢাকার লোকও ছিল। একটা ব্যালেন্স তারা করেছে। ওই স্যাম্পলিংটা খুব ভালো হয়েছে।

আমি স্যাম্পলিংটাকে ভালোই বলব।

তিনি বলেন, তারা (ইনোভিশন কনসাল্টিং) গত ছয় মাস আগে মার্চ মাসে জরিপ করেছিল। তখন তারা বলছে যে ওই সময় আওয়ামী লীগের প্রতি যে সমর্থন ছিল, বর্তমানে তার সমর্থন আগের তুলনায় বেড়েছে। এটাও কিন্তু জরিপের একটা ইন্টারেস্টিং ফিচার। মানে এখন আবার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন বাড়ছে। জামায়াত এবং বিএনপির প্রতি সামান্য কিছু কমেছে। তারা দেখেছে যে একেকটা বিভাগে একেক ধরনের প্রবণতা।

যেমন বিএনপি ছয়টা বিভাগে এগিয়ে আছে। জামায়াত এগিয়ে আছে রংপুর বিভাগে এবং আওয়ামী লীগ এগিয়ে আছে বরিশাল বিভাগে। এই যে ফিগারগুলো, খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি, এই ফিগারগুলোকে দেখে ফিগারটার টেন্ডেন্সিটা- যে মানুষ আসলে কি চাচ্ছে এখন, এই মুহূর্তে- এটা দেখে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত উপনীত হতে পারবেন এবং ধারণাও নিতে পারবেন। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই জিনিসটা হলো- উনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার নির্বাচনে অংশ নেওয়ার সময় ভোট দেওয়ার সময় কি কি বিবেচনা করেন? মার্কা না কি ওই প্রার্থীর যোগ্যতা? না কি প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ড- এগুলো নানা কিছু।

আলোচনার শেষের দিকে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি জরিপের তথ্য দিয়ে তিনি দেখান যে তার জরিপ ও ইনোভিশন কনসাল্টিং পরিচালিত জরিপের ফলাফলে ভিন্নতা রয়েছে। এ সময় তিনি বলেন, জরিপ জরিপই। জরিপে আস্থা রাখা নিরাপদ না। আপনারা জরিপের উপর আস্থা রাইখেন না। ইনোভিশনের উপর রাইখেন না, আমার উপরও রাইখেন না, কোনো সমস্যা নাই। তবে টেন্ডেন্সিগুলো মাথায় রাইখেন।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার Sep 25, 2025
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২২৭০টি মামলা Sep 25, 2025
img
হার দিয়ে ফুটসাল এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ Sep 25, 2025
বিসিবি নির্বাচন: তামিম-বুলবুল নাকি আসিফ-ইশরাক? Sep 25, 2025
আ. লীগ কোথায়? তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ Sep 25, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 25, 2025
img
ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির নেত্রীরা Sep 25, 2025
‘আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই’ Sep 25, 2025
img
ডিএমপিতে ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল Sep 25, 2025
কুয়ালালামপুরে ইন্দো-প্যাসিফিক আর্মিস সম্মেলন শুরু, শান্তি ও একতার বার্তা Sep 25, 2025
বাংলাদেশের খেলা দেখে যা বললেন ভিপি সাদিক কায়েম! Sep 25, 2025
গাজা নিয়ে মুসলিম নেতাদের সাথে ট্রাম্পের বৈঠক ফলপ্রসূ দাবি Sep 25, 2025
যুগপৎ আন্দোলনের শরিকদের কত আসন ছেড়ে দেবে বিএনপি? Sep 25, 2025
img
নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৪ Sep 25, 2025
img
মুন্সীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা, আহত অন্তত ৩০ Sep 25, 2025
img
ইউএস-বাংলাদেশ বিজনেস রাউন্ড টেবিলে প্রধান উপদেষ্টা Sep 25, 2025
img

শেখ হাসিনা ও ইনুর ফোনালাপ

‘আসুক, না আমি আর পারবো না... যাচ্ছি এখন’ Sep 25, 2025
img
বাংলাদেশ অনেক ভালো একটি দল, ৩ বিভাগেই ভালো খেলতে হবে : শাহীন আফ্রিদি Sep 25, 2025
img
শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে: সারজিস আলম Sep 25, 2025
img
হাকসু নির্বাচন আগামী ৬ নভেম্বর Sep 25, 2025