ঘরের মাঠে ফেরার স্বপ্ন আবারও ভেঙ্গে গেলো বার্সেলোনার। প্রশাসনিক অনুমতি না পাওয়ায়, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাও ন্যু ক্যাম্পে খেলতে পারবে না কাতালুনিয়ানরা। ক'দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যাচের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর, এবার লা লিগার ম্যাচ আয়োজনেও অনুমতি পেলো না বার্সা কর্তৃপক্ষ।
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই দফায় ন্যু ক্যাম্পে সংস্কার কাজ করেছে কাতালুনিয়ান কর্তৃপক্ষ। ১৯৮২ সালে একবার আর ২০২৩ সালে আরেকবার। কিন্তু দ্বিতীয় দফার এই সংস্কার কাজ হাতে নিয়েই যেন সবচেয় বড় ভুল করে ফেলেছে বার্সা ম্যানেজমেন্ট। কারণ, সেই ২০২৩ এ শুরু হওয়া সংস্কার যে শেষ হয়নি এখনও।
২০২৫ এর সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর চলে এলেও, কবে নাগাদ এই স্টেডিয়াম ম্যাচ আয়োজনের জন্য প্রস্তত হবে তা বলতে পারছে না লাপোর্তা প্রশাসন। কয়েক দফায় কাজ শেষ করার দাবি করলেও, বারবারই ভিন্ন ভিন্ন কারণে সংস্কার কাজকে পাশ মার্ক দেয়নি স্থানীয় প্রশাসন। যে কারণে নিজেদের ঘরের মাঠে আজও ব্রাত্য ক্লাব বার্সেলোনা।
কিন্তু চলতি মৌসুম শুরুর আগে জানানো হয়েছিলো, স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক এন্ট্রি পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ হলেই ম্যাচ আয়োজনের অনুমতি পাবে বার্সেলোনা। কিন্তু মৌসুম শুরু হয়ে ৬ ম্যাচ শেষ হয়ে গেলেও, এখনও আগের অবস্থাতেই পড়ে আছে ন্যু ক্যাম্প।
আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি নিজেদের হোম ভেন্যূতে খেলতে প্রাণান্তকর চেষ্টা করেছিলো বার্সেলোনা কর্তৃপক্ষ। পুরো কাজ শেষ না হলেও ২৭ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়েই ফিরতে চেয়েছিলো তারা। কিন্তু এবারও বাঁধা দিয়েছে বার্সেলোনা সিটি কাউন্সিল। সেই একই নিরাপত্তার ঘাটতির কারণে মাঠ ব্যবহারের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। কাউন্সিলের দাবি, মাঠের এক্সিট, সিড়ি, বিভিন্ন ট্রাফিক সাইন এবং যানবাহনের প্রবেশ পথে কাঠামোগত ত্রুটি রয়ে গেছে। যা এখনও ঠিক করা হয়নি।
সমস্যাগুলো ছোট এবং দ্রুত সমাধান যোগ্য হলেও বার্সেলোনাকে কোনো অবস্থাতেই আগেভাগে অনুমতি দিতে রাজি নয় কাউন্সিল। আর যে কারণে হাজার চেষ্টা করেও রোববারের ম্যাচটা তাদের খেলতে হবে এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিতে। এ ঘটনায় বেশ মর্মাহত বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট। দ্রুততম সময়ের মধ্যে ন্যু ক্যাম্পে ম্যাচ ফেরানোর প্রতিশ্রুতি দিলেন সমর্থকদের।
বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট বলেন, 'আমরা উয়েফার নিয়ম মেনেই সব কাজ করেছি। কিন্তু তারপরও কেন যেন বারবার কাউন্সিল আমাদের ফিরিয়ে দিচ্ছে। তারা যে চাহিদা দিয়েছে, আমরা সেগুলোও পূরণ করেছি। চেয়েছিলাম এ রোববারের ম্যাচ দিয়েই ফিরবো। কিন্তু সেটা হচ্ছে না। সমর্থকদের কাছে আমি কথা দিচ্ছি, আমরা দ্রুতই ন্যু ক্যাম্পে ফিরবো।' শুধু লা লিগা নয় বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ভেন্যুও বদলে গেছে এই ঝামেলায়। পহেলা অক্টোবর পিএসজির বিপক্ষে নিজেদের হোম ম্যাচটাও মন্টজুইকে খেলতে হবে বার্সেলোনাকে।
এসএস/এসএন