রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র এবং চারটি ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী । এ অভিযানে ‘আই ডোন্ট কেয়ার’ নামে একটি গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারের পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযানে তাদের নিয়ে অভিযুক্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাং সদস্যদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন- সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।
বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ককটেল ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এমকে/এসএন