টেস্ট দলে ফেরার লড়াইয়ে ভারতের ‘এ’ দলের হয়ে খেলছিলেন শ্রেয়াস আইয়ার। হঠাৎ জানা গেল, লাল বলের ক্রিকেটেই আপাতত আর খেলতে চান না তিনি! ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে বিরতি চেয়ে ভারতীয় বোর্ডকে মেইল করেছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।
বিরতি চাওয়ার কারণ হিসেবে পিঠের চোটের কথা উল্লেখ করেছেন শ্রেয়াস। তিনি জানিয়েছেন, এই সমস্যার কারণে টানা দুই দিন খেলা বা মাঠে থাকা তার জন্য কঠিন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের চলতি ভারত সফরে প্রথম আনঅফিসিয়াল টেস্টে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস। দ্বিতীয় ম্যাচেও তারই অধিনায়কত্ব করার কথা ছিল। কিন্তু লাক্ষ্ণৌতে মঙ্গলবার শুরু হওয়া ম্যাচটিতে তিনি খেলছেন না। নেতৃত্ব দিচ্ছেন ধ্রুব জুরেল।
সামনে রাঞ্জি চ্যাম্পিয়ন বিদার্ভার সঙ্গে ইরানি ট্রফির ম্যাচে রেস্ট অব ইন্ডিয়ার হয়ে খেলার কথা তার। এখন সেই ম্যাচেও তাকে দেখা যাবে না।
চলতি এশিয়া কাপ টি-টোয়েন্টির ভারতীয় দলে শ্রেয়াসের জায়গা না পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। এর আগে ইংল্যান্ড সফরের ভারতের টেস্ট দলে তার না থাকা নিয়েও কম চর্চা হয়নি। টেস্ট ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে গত বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে।
টেস্ট ক্রিকেটে ফেরার প্রক্রিয়া হিসেবেই ভারতের ‘এ’ দলের ম্যাচ তিনি খেলছিলেন। প্রথম ম্যাচের একমাত্র ইনিংসে আউট হয়ে যান তিনি ৮ রান করে। এর আগে এই মাসের শুরুতেই দুলিপ ট্রফির সেমি-ফাইনালে পশ্চিমাঞ্চলের হয়ে দুই ইনিংসে তিনি করেন ২৫ ও ১২ রান। গত জুনে আইপিএল শেষ হওয়ার পর সেটিই ছিল তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
শ্রেয়াসের এবারের পিঠের চোটের ধরন জানা যায়নি। তবে ২০২২ সালের ডিসেম্বরে এই চোটে তিনি পড়েছিলেন। পরে ২০২৩ সালের মার্চে বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় আবার তা মাথাচাড়া দেয় প্রবলভাবে। এরপর অস্ত্রোপচার করাতে বাধ্য হন এই ব্যাটসম্যান এবং খেলতে পারেননি সেবারের আইপিএলে। পরে ওই বছরের এশিয়া কাপ দিয়ে তিনি ফেরেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ফাইনালে ওঠার পথে দারুণ পারফর্ম করেন।
এখনও ভারতের ওয়ানডে দলের তিনি গুরুত্বপূর্ণ অংশ ও গত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পথে দলের সবচেয়ে বেশি রান আসে তার ব্যাট থেকেই। আইপিএলে তিনি দ্বিতীয় সবচেয়ে দামী ক্রিকেটার, তার নেতৃত্বে গত আইপিএলে রানার্স আপ হয় পাঞ্জাব কিংস।
এসএস/এসএন