ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি জানালেন, তিনি কখনোই ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘৃণা করেননি, বরং তাকে ‘জিনিয়াস’ হিসেবে বর্ণনা করেছেন। রুনি স্বীকার করেছেন, রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা—এ প্রশ্নে তিনি কাউকেই আলাদা করে রাখতে পারেন না।
রুনি ও রোনালদো ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত পাঁচ বছর একসঙ্গে ইউনাইটেডে খেলেছেন। এই সময়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ক্লাবটি তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল।
তবে ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ড-পর্তুগাল ম্যাচে রুনির লাল কার্ডের ঘটনায় দুজনের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
তবে রুনি সেই ধোঁয়াশা পরিষ্কার করেছেন। ‘রিও ফার্দিনান্ড প্রেজেন্টস’ পডকাস্টে রুনি বলেন, ‘মানুষ ভাবে আমি রোনালদোকে ঘৃণা করি। এটা একেবারেই ভুল।
আমি ওকে ভালোবাসি। রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়। আমি ওর সঙ্গে খেলতে উপভোগ করেছি এবং আমরা দুজন খুব কাছের ছিলাম।’
মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা— এ প্রশ্নে রুনি সব সময় মেসির দিকে একটু ঝুঁকেছেন।
এ কারণেই অনেকেই ভেবেছেন তিনি রোনালদোকে অপছন্দ করেন। কিন্তু রুনি জোর দিয়ে বলেছেন, ‘আমি মেসিকে ভালোবাসি, তার খেলা দেখতে অসাধারণ লাগে। তবে রোনালদো একেবারেই কিলার। আমি কেবল বলেছি মেসির খেলায় একটু বাড়তি কিছু আছে। এর মানে এই নয় যে আমি রোনালদোকে ছোট করি।
’
বার্সেলোনার হয়ে মেসির সেরা সময়ে তার মুখোমুখি হয়েছিলেন রুনি। ২০০৯ ও ২০১১ সালে মেসির বার্সার কাছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরেছিল ম্যানইউ। এ অভিজ্ঞতার পর রুনি মনে করেন—এ দুজনকে তুলনা করা প্রায় অসম্ভব। তার মতে, ফুটবল ইতিহাসে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোই সর্বকালের সেরা দুই খেলোয়াড়। রুনির ভাষায়,কেউ হয়তো মেসিকে পছন্দ করবে, কেউ রোনালদোকে। কিন্তু তাদের দুজনের কাউকেই ছোট করা যায় না। আমার কাছে ওরা দুজনই সর্বকালের সেরা খেলোয়াড়। মেসির খেলার মধ্যে একটু বাড়তি জাদু আছে, সেটাই আমার পছন্দ। তবে রোনালদোও একেবারে জিনিয়াস। ৪০ বছর বয়সে গিয়েও সে যা করছে তা অবিশ্বাস্য। আমি ওর ব্যাপারে খারাপ কিছু বলতে পারি না।’
ইএ/এসএন