সরকার থেকে আমাকে সেই অনুষ্ঠানে পাঠানো হয়নি : তাসনিম জারা

জাতিসংঘে স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর অনেকেই সমালোচনা করছেন যে, সরকারি প্রোগ্রামে এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা একা যোগ দিলেন কেন? তবে প্রোগ্রামটি সরকারি ছিল না বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেত্রী। ওই পোস্টে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি এমন একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গতকাল।

অনেকে প্রশ্ন করছেন, সেখানে শুধু আমাকে কেন দেখা গেল, অন্য দলের রাজনীতিবিদরা নেই কেন। অভিযোগ এসেছে যে, হয়তো আমাকে আলাদা করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। এটি পরিষ্কার করা জরুরি।’

তিনি আরো বলেন, ‘গতকাল সরকার আমাদের তিনটি অফিশিয়াল প্রোগ্রামের শিডিউল দিয়েছিল (সকাল ৮টা, দুপুর ১টা, ও সন্ধ্যা ৬টা)।

প্রতিটি প্রোগ্রামের মাঝখানে কয়েক ঘণ্টা করে অবসর সময় ছিল। আমি খুঁজছিলাম, এই অবসর সময় কিভাবে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো যায়। প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নানা ধরনের সাইড ইভেন্ট হয়, যা আয়োজন করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আইএনজিও ও থিংকট্যাঙ্ক। চাইলে এসবে যোগ দিয়ে সময়টাকে অর্থবহ করা যায়।
সংশ্লিষ্ট মানুষের সঙ্গে প্রফেশনালভাবে পরিচিত হওয়া যায়।’

তাসনিম জারা বলেন, ‘এক সহকর্মী আমাকে জানালেন মেডট্রনিক ল্যাবস (বিশ্বের সবচেয়ে বড় মেডিক্যাল ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠান) ও ব্র্যাক মিলে বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে একটি আলোচনার আয়োজন করছে। সময়টা আমার অবসর সময়ের মধ্যে পড়ছিল, তাই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘রাজনীতিতে আসার আগে আমার কম্পানি সহায় হেলথ থেকে মেডট্রনিক ল্যাবস ও ব্র্যাকের সঙ্গে পার্টনার হিসেবে কাজ করেছি। সেই প্রজেক্টের লক্ষ্যও ছিল বাংলাদেশের প্রাইমারি হেলথ কেয়ারে উচ্চ রক্তচাপ নিয়ে সেবা দেওয়া।

তখন আমি আমার পূর্বপরিচিতদের সঙ্গে যোগাযোগ করি। যেহেতু এটি ইনভাইট-অনলি অনুষ্ঠান, তাদের কাছে আমন্ত্রণ চাই। তারা দ্রুতই আমাকে ইনভাইটেশন পাঠান এবং আমি সেই আমন্ত্রণেই প্রোগ্রামে যাই। সরকার থেকে আমাকে সেখানে পাঠানো হয়নি। হয়তো এই জন্যই দেখবেন সরকারের প্রতিনিধিরা এক পাশে বসেছেন। আমাকে অন্য পাশে বসার জায়গা দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কিছু গণমাধ্যমে বলা হয়েছে আমি এখানে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে ব্লুপ্রিন্ট দিয়েছি। এটি সঠিক নয়। সেশনটির টাইটেল ছিল ‘ব্লুপ্রিন্ট,’ যেখানে অন্যরা কি নোট দিয়েছেন। আমি শুধু মেডিক্যাল ডিভাইস, প্রযুক্তি ও ইনোভেশন নিয়ে একটি মন্তব্য করেছি। কারণ এই প্রোগ্রামের আলোচনার ফোকাস সেই দিকেই ছিল। আরো একটি বিষয়, এটিই একমাত্র অনুষ্ঠান নয় যেখানে আমি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ নিয়ে অংশ নিয়েছি। প্রতিদিনই অবসর সময়গুলো নানাভাবে কাজে লাগাতে চেষ্টা করছি। অন্য নেতারাও অবসর সময়ে নিজেদের মতো নানা কার্যক্রম করেছেন।’

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ড. ইউনূসের মিশন শতভাগ সফল, বদলে দিলেন রাজনীতির সব হিসাব : রনি Sep 25, 2025
img
৬৪ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার এক পাঙ্গাশ Sep 25, 2025
img
শাপলা প্রতীক নিয়ে সিইসির বক্তব্যের জবাবে হাসনাতের পোস্ট Sep 25, 2025
img
কোনো অবস্থাতেই ফসলি জমি নষ্ট নয়, সংরক্ষণে কঠোর অধ্যাদেশ হচ্ছে: কৃষি উপদেষ্টা Sep 25, 2025
img
ভারত টেস্ট দলে নতুন দায়িত্ব পেলেন জাদেজা Sep 25, 2025
img
ইনুর বিরুদ্ধে ৮ অভিযোগ গ্রহণ করল অপরাধ ট্রাইব্যুনাল Sep 25, 2025
ইরানি প্রেসিডেন্টের কঠোর প্রতিশ্রুতি, পারমাণবিক অস্ত্র আর নয় Sep 25, 2025
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ৬ রাজনীতিবিদকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা Sep 25, 2025
img
৪৭ বছর পর এফডিসি থেকে অশ্রুসিক্ত চোখে বিদায় নিলেন খোরশেদ Sep 25, 2025
একাত্তরের ব্যথা ফের প্রকাশ: “আজকেও হারাব” — চমক! Sep 25, 2025
চেয়ারে বসার জন্য ৩০০ জন ক্রিকেটারের রুটি-রুজি বন্ধ করেন না: তামিম Sep 25, 2025
img
পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ Sep 25, 2025
img
ভোটের জন্য জোরেশোরে প্রস্তুতি চলছে : সিইসি Sep 25, 2025
img
রাজনৈতিক গালাগাল থেকে ডিমের রাজনীতি- দেশ কোথায় যাচ্ছে: গোলাম মাওলা রনি Sep 25, 2025
img
ক্যাটরিনা ছাড়াও ৪০ বছর বয়সের পর মা হয়েছেন আরও বলিউড অভিনেত্রী Sep 25, 2025
img
বিশ্বের বৃহত্তম বহুজাতিক বাণিজ্য সংস্থা বাংলাদেশকে দিল সবুজ সংকেত Sep 25, 2025
img
এনসিপি ও গণ অধিকার পরিষদ একসঙ্গে কাজ করছে : সারজিস আলম Sep 25, 2025
img
নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস Sep 25, 2025
img
আলহামদুলিল্লাহ, এই ব্যালন ডি’অর আমার উত্তর : দেম্বেলে Sep 25, 2025
img
ডাকসু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এটা পানির মতো পরিষ্কার : মেঘমল্লার বসু Sep 25, 2025