আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করল ভারত। প্রত্যাশামতোই দলের অধিনায়ক শুবমান গিল। তবে দলে জায়গা হয়নি তরুণ অভিমন্যু ঈশ্বরণের। দলে নেই আকাশ দীপও। এবার সহ অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে।
এই সিরিজ দিয়ে দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন হয়েছে। তারা হলেন দেবদূত পাডিক্কাল এবং নীতীশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়া সফরে দলে ছিলেন পাডিক্কাল। ইংল্যান্ড সিরিজে চোটের জন্য খেলতে পারেননি। তবে আসন্ন এই সিরিজে তাকে পাওয়া যাচ্ছে।
করুন নায়ারকে নিয়ে অবশ্য মোহ কেটে গেছে নির্বাচকদের। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করলেও ইংল্যান্ডে গিয়ে পুরোপুরি ব্যর্থ তিনি। একটি ফিফটি ছাড়া কিছুই করতে পারেননি তিনি। একইভাবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করা সরফরাজ খানকেও বাদ দেওয়া হয়েছে। আপাতত পাডিক্কালের উপরে ভরসা রাখতে চাইছেন নির্বাচকরা।
নীতীশকে ফেরানো হয়েছে তার অলরাউন্ড দক্ষতার কথা ভেবে। অস্ট্রেলিয়া সিরিজে খারাপ খেলেননি। ভারতে স্পিন উইকেটে তার মাঝারি গতির বোলিং কাজে লাগতে পারে।
অভিমন্যুকে বাদ দেওয়া এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিক সিরিজের দল ঘোষণার আগে ইরানি কাপের দল দেওয়া হয়েছিল। সেখানে ছিলেন অভিমন্যু ও আকাশ দীপ। তখনই বুঝা যায়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেওয়া হবে না তাকে। কারণ ওয়েস্ট ইন্ডিজ সিরজ এবং ইরানি কাপ এক দিনের ব্যবধানে শুরু হচ্ছে।
ভারত স্কোয়াড :
শুবমান গিল (অধিনায়ক), জাদেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, প্রসিশ কৃষ্ণা এবং কুলদীপ যাদব।
ইএ/টিএ