বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদ যোগ করলেন নতুন পালক। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে অঘোষিত সেমিফাইনালের প্রথম ওভারেই এই কীর্তি গড়েন ডানহাতি এই পেসার।
সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফিরিয়ে তিনি এক কীর্তি গড়েন। প্রথম ওভারের প্রথম দুই বল ডট করার পর তৃতীয় বলে চার খেয়েছিলেন তিনি। চতুর্থ বলে আবারও বাউন্ডারি খুঁজতে গিয়ে পয়েন্টে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন ফারহান। এভাবেই দেশের জার্সিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে তাসকিন স্পর্শ করলেন একশ উইকেট।
এর আগে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এই মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব ছিলেন প্রথম বাংলাদেশি, যদিও বর্তমানে তালিকার শীর্ষে আছেন মুস্তাফিজ। ১১৯ ম্যাচে মুস্তাফিজের শিকার ১৫০টি উইকেট, ১২৯ ম্যাচে সাকিব নিয়েছেন ১৪৯ উইকেট। আর তাসকিনের একশ উইকেট পূর্ণ হলো মাত্র ৮২ ম্যাচে।
বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজের ওপরে আছেন কেবল দু’জন। আফগানিস্তানের রশিদ খান (১০৩ ম্যাচে ১৭৩ উইকেট) এবং নিউজিল্যান্ডের অবসর নেয়া টিম সাউদি (১২৬ ম্যাচে ১৬৪ উইকেট)। অর্থাৎ সামনে মুস্তাফিজের হাতেই রয়েছে দ্বিতীয় স্থানে ওঠার সুবর্ণ সুযোগ।
এশিয়া কাপের শুরুতেই একশ উইকেটের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাসকিন। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ২ উইকেট নিয়ে তার সংগ্রহ দাঁড়ায় ৯৪-তে। এরপর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ২, আফগানিস্তানের বিপক্ষে ২, আর শ্রীলঙ্কার বিপক্ষে নেন ১ উইকেট। অবশেষে পাকিস্তানের বিপক্ষে এসে পূর্ণ হলো কাঙ্ক্ষিত একশ।
এশিয়া কাপে সুপার ফোরের পাকিস্তান ম্যাচের প্রথম ইনিংস শেষে তাসকিনের উইকেট সংখ্যা গিয়ে দাড়ালো ১০২ এ। এ ম্যাচে তাসকিন ২৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
এসএস/এসএন