জাতিসংঘে নৈশভোজে শ্রম সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো

শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশে চলমান সংস্কার প্রচেষ্টাকে কেন্দ্র করে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। এ সময় শ্রম সংস্কার ও পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধির অঙ্গীকার জানিয়েছেন রাজনৈতিক নেতারা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের নৈশভোজে রাজনৈতিক নেতারা অংশ নিয়ে এসব অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় আইএলওর মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক অবস্থানের উপর শ্রম সংস্কারের বিস্তৃত প্রভাব সম্পর্কে কথা বলেন।

বাংলাদেশের তিনটি প্রধান দলের রাজনৈতিক নেতা তাদের বক্তব্যে পোশাক শিল্পের গুরুত্বের ওপর জোর দেন। একই সঙ্গে অব্যাহত শ্রম খাত সংস্কারের প্রতি সমর্থন প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ভবিষ্যতের যেকোনো সরকারকে এর প্রবৃদ্ধি এবং টেকসইতাকে অগ্রাধিকার দিতে হবে। শ্রম সংস্কার এবং আইএলও প্রতিশ্রুতি এগিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন তিনি।

জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের বহু নেতাকর্মীর পোশাক শিল্পে সরাসরি অভিজ্ঞতা রয়েছে। যা এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে সহায়ক করবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করেন। নির্বাচিত হলে তা এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বর্তমান শ্রম উদ্যোগ প্রশংসনীয়। এগুলো শুধু অব্যাহত রাখাই নয়, ভবিষ্যৎ প্রশাসনের অধীনে আরও সম্প্রসারিত হওয়া উচিত।

এনসিপির সিনিয়র নেত্রী ড. তাসনিম জারা তার রাজনৈতিক যাত্রার সংজ্ঞায়িত মুহূর্ত হিসেবে রানা প্লাজা ট্র্যাজেডির অভিজ্ঞতা তুলে ধরেন। একজন মেডিকেল ছাত্রী হিসেবে আহতদের সেবা দেওয়ার অভিজ্ঞতা তাকে অনিরাপদ শ্রম অনুশীলনের মানবিক মূল্য উপলব্ধি করিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অর্থবহ এবং স্থায়ী সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।


Share this news on:

সর্বশেষ

img
ছাত্রীদের আপত্তিকর মেসেজের অভিযোগে পদচ্যুত নওগাঁ কলেজ অধ্যক্ষ Sep 26, 2025
img
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াতের প্রার্থী ড. হেলাল Sep 26, 2025
img
বান্দ্রায় 'থামা'র জমকালো অনুষ্ঠানে থাকছে 'স্ত্রী' শ্রদ্ধা কাপুর Sep 26, 2025
img
‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে টলিউড অভিষেক নওশাবার Sep 26, 2025
img
মনে হয়েছিল এবার অন্তত অপচয় রোধ হবে : মাসুদ কামাল Sep 26, 2025
img
এই দল যে কাউকে হারাতে পারে বললেন পাক-অধিনায়ক সালমান Sep 26, 2025
img
একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে : সারজিস Sep 26, 2025
img
ভারতের প্রথম এআই প্রযুক্তিনির্ভর ছবিতে সানি লিওন Sep 26, 2025
img
সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা Sep 26, 2025
img
আগামী সপ্তাহে আসছে ধানুশ-কৃতির নতুন ছবির টিজার Sep 26, 2025
img
প্রশাসনের উচিত প্রার্থীদের প্রশ্নগুলো ক্ল্যারিফাই করা : সারোয়ার তুষার Sep 26, 2025
img
যেকোনো সময় বাবা হতে পারি : সালমান খান Sep 26, 2025
img
দুর্গাপূজায় এবার ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপ : পূজা উদ্‌যাপন পরিষদ Sep 26, 2025
img
আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন Sep 26, 2025
img
এএফসি অ্যাওয়ার্ডের দুই ক্যাটাগারিতে মনোনীত বাফুফে Sep 26, 2025
img
হাবিবের ‘মহা জাদু’তে কে এই গায়িকা মেহের নিগর রুস্তম! Sep 26, 2025
img
খালেদা জিয়ার নেতৃত্বে ফুলগাজীতে বিএনপি, ৬ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Sep 26, 2025
img
এশিয়া কাপে ৬৬ বল খেলেও ছক্কা পাননি জাকের আলি Sep 26, 2025
img
পূজা উদ্বোধনে তারকাদের পারিশ্রমিক কত? Sep 26, 2025
img
জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্তে সহকর্মী আটক Sep 26, 2025