ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর পূর্ণদৈর্ঘ্য ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সানি লিওনেকে। ছবির নাম ‘কৌর ভার্সেস কোর’। এটি প্রযোজনা করছে পাপারাজ্জি এন্টারটেইনমেন্ট কোম্পানি।
অভিনব এ ছবিতে সানি লিওনে থাকছেন দ্বৈত চরিত্রে একদিকে মানব সুপারহিরো, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি তার ভার্চুয়াল অবতার। কাহিনি যেমন আবেগঘন প্রেম ও সংগ্রামের, তেমনি এর ভিজ্যুয়াল আয়োজনও হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর।
নির্মাতাদের ভাষায়, ছবিটি ভারতীয় চলচ্চিত্রকে প্রযুক্তির দিক থেকে বিশ্বমানে নিয়ে যাবে। ব্যবহার করা হবে ফটোরিয়ালিস্টিক ভিজ্যুয়াল, ডি-এজিং প্রযুক্তি ও ভিন্নধর্মী অ্যাকশন দৃশ্য। প্রযোজক অজিঙ্কা জাধব জানিয়েছেন, এই প্রকল্পের লক্ষ্য শুধু দেশীয় বাজার নয়, আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছানো।
পরিচালক ভিনিল বাসু বলেছেন, এটি হবে এক সাহসী সিনেমাটিক পরীক্ষা, যেখানে প্রমাণ করা হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রযুক্তিই নয়, নাটকীয়তা ও আবেগকেও নতুন মাত্রায় পৌঁছে দিতে পারে। আর সানি লিওনের ভাষায়, এ ছবিতে যুক্ত হতে পারা তার গর্বের বিষয়, কারণ এটি ভারতকে বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির অগ্রদূত হিসেবে পরিচিত করবে।
সব মিলিয়ে, ‘কৌর ভার্সেস কোর’ শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ দিকনির্দেশনার প্রতীক হয়ে উঠতে চলেছে।
এমকে/এসএন