পাওয়ান কল্যানের বহু প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ‘দ্য কল হিম ওজি’ বক্স অফিসে ঝড় তুলেছে। ভারতীয় প্রিমিয়ারগুলোতে রেকর্ড গড়ার পর, এবার ছবিটি উত্তর আমেরিকাতেও ধামাকা সৃষ্টি করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ছবিটি $৩.৭ মিলিয়ন আয় করেছে এবং কয়েক ঘণ্টার মধ্যে $৪ মিলিয়ন অতিক্রম করার আশা করা হচ্ছে।
ছবির তীব্র সাড়া ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছে। এটি পাওয়ান কাল্যানের বড় পর্দায় দীর্ঘদিনের সবচেয়ে বড় কমব্যাক হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিতে নারী প্রধান চরিত্রে আছেন প্রিয়াঙ্কা মোহন, এবং ভয়ংকর খলনায়ক হিসেবে অভিনয় করেছেন এমরান হাশমি। এ ধরনের স্টার পাওয়ার ও আকর্ষণীয় কাহিনীর সমন্বয় ছবিকে বিশেষ করে তুলেছে।
ছবিটি প্রযোজনা করেছেন ডিভিভি এন্টারটেইনমেন্ট, এবং সঙ্গীত দায়িত্বে আছেন থমান। ইতিমধ্যেই আন্তর্জাতিক রেকর্ড গড়তে শুরু করা ‘ওজি’ আগামী দিনে আরও বড় সাফল্য ছুঁতে চলেছে।
এমকে/এসএন