বিহারের আসন্ন নির্বাচন ঘিরে অনুপ্রবেশকারী ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি অভিযোগ করছে, বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশ করে বিহারের ভোটের চিত্র পাল্টে দিচ্ছে। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দল কংগ্রেস ও রাজদকে দায়ী করে বলেছেন, তারা বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে।
এই প্রেক্ষাপটে পাল্টা জবাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেছেন, বিহারে কোনো বাংলাদেশি নেই। বরং প্রধানমন্ত্রী মোদির ‘বাংলাদেশি বোন শেখ হাসিনা’ দিল্লিতে বসে আছেন, তাকেই বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।
ওয়াইসি বলেন, মোদিজি বলেন বিহারে বাংলাদেশি রয়েছে। কিন্তু বিহার কিংবা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে বাংলাদেশ থেকে আপনার এক বোন আছেন, যিনি দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। প্রয়োজনে তাকে সীমাঞ্চলে আনুন, আমরা তাকে বাংলাদেশে পৌঁছে দেব।
সীমাঞ্চল এলাকায় সর্বশেষ নির্বাচনে ওয়াইসির দল ভালো ফল করেছিল। তাই ওই অঞ্চলে বাংলাদেশিদের উপস্থিতি নিয়ে মোদির মন্তব্য প্রত্যাখ্যান করেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণবিপ্লবের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন।
ইএ/টিকে