প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির বিবৃতি ভুল : প্রেসসচিব

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে যাওয়া প্রতিনিধিদলের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর বিবৃতিকে ভুল দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘প্রকৃত সংখ্যা ৬২, যা গত বছরের ৫৭ জনের তুলনায় সামান্য বেশি।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে প্রেসসচিব এ কথা জানান।

শফিকুল আলম জানান, নাগরিক সমাজ সংস্থা টিআইবি স্বচ্ছতার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তাই এটি খুবই হতাশাজনক যে যাচাই করা তথ্যের বদলে যাচাই করা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন পোস্টের ওপর ভিত্তি করে একটি প্রকাশ্য বিবৃতি দিয়েছে।

তিনি আরো জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদল শুধু হাসিনা আমলের তুলনায় শুধু ছোটই নয়, বরং অনেক বেশি মনোযোগী, পরিশ্রমী ও ফলাফলভিত্তিকও।

প্রেসসচিব জানান, প্রতিনিধিদলের উদ্দেশ্য হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাবেশে বাংলাদেশ এবং এর জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করা, যেখানে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সিদ্ধান্তগুলো গঠিত হয়।

গত পাঁচ দিনে প্রতিনিধিদলের সদস্যরা অন্তত এক ডজন উঁচু স্তরের বৈঠক করেছেন, যার মধ্যে ছয়জনের বেশি রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাও রয়েছে।
   
তিনি জানান, টিআইবি ভুলভাবে দাবি করেছে যে প্রতিনিধিদলের সদস্য সংখ্যা ১০০ জনেরও বেশি। প্রকৃত সংখ্যা ৬২, যা গত বছরের ৫৭ জনের তুলনায় সামান্য বেশি। কারণ গত বছরের সংখ্যায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ভ্রমণকারী ছয়জন বিশিষ্ট রাজনীতিবিদ অন্তর্ভুক্ত ছিলেন না।

তিনি আরো জানান, এই বছরের প্রতিনিধিদলের প্রায় এক-তৃতীয়াংশ নিরাপত্তাকর্মী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে সম্ভাব্য হুমকির মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের উপস্থিতি অপরিহার্য। এর পাশাপাশি প্রতিনিধিদলকে পর্যাপ্ত সুরক্ষা দিতে অনেক নিরাপত্তা কর্মকর্তা ১৬ ঘণ্টার শিফটে কাজ করছেন।

শফিকুল আলম বলেন, সরকার স্বীকার করে যে প্রতিনিধিদলের আকার নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে এই বছরের জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য ব্যতিক্রমী তাৎপর্যপূর্ণ।
এমন এক সময়ে যখন বিভিন্ন পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইচ্ছাকৃত প্রচেষ্টায় লিপ্ত। এর মধ্যে জুলাইয়ের বিদ্রোহকে ভুলভাবে উপস্থাপন করার একটি সমন্বিত প্রচারণাও রয়েছে। তা ছাড়া শক্তিশালী এবং সক্রিয় আন্তর্জাতিক সম্পৃক্ততা কেবল কৌশলগত নয়, বরং প্রয়োজনীয়।

তিনি জানান, আওয়ামী লীগ ও তার মিত্ররা অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই অভ্যুত্থান সম্পর্কে ভুল তথ্য প্রচার করতে লাখ লাখ টাকা ব্যয় করছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিরুদ্ধে তারা তদবির করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের নীরব সমর্থনও করছে।

তিনি আরো জানান, এ বছরের প্রতিনিধিদলে বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা আগামী ৩০ সেপ্টেম্বর আসন্ন রোহিঙ্গা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, যা এই অঞ্চলের সবচেয়ে জরুরি মানবিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে একটিতে ঢাকার অব্যাহত নেতৃত্বের ওপর জোর দেয়।

প্রেসসচিব বলেন, বেশ কয়েকজন উপদেষ্টা - যদিও তারা আনুষ্ঠানিক জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতিনিধিদলের অংশ নন - পারস্পরিক উদ্বেগের বিষয়গুলোতে বিশ্বব্যাপী প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য পৃথকভাবে ভ্রমণ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর নেতাদেরও অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাদের সমর্থন করার জন্য বেশ কয়েকজন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছিল। এই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি একটি স্পষ্ট ও দ্ব্যর্থহীন বার্তা দেয় যে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উত্তরণের জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

 কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অভ্যুত্থান কোনো একক দল করে নাই : জোনায়েদ সাকি Sep 26, 2025
img
জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Sep 26, 2025
দুর্গাপূজায় এবার ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপ: পূজা উদ্‌যাপন পরিষদ Sep 26, 2025
img
জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ Sep 26, 2025
img

জাতিসংঘে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের প্রান্তিকীকরণের প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না Sep 26, 2025
img
ভারত আমাদের জবাব সবসময় মনে রাখবে : শেহবাজ শরীফ Sep 26, 2025
img
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস Sep 26, 2025
img

সৌদি পররাষ্ট্রমন্ত্রী

'পশ্চিম তীর দখলের পরিণতি সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেছে আরব দেশগুলো' Sep 26, 2025
img

জাতিসংঘে ড. ইউনূস

দুর্নীতির উদ্দেশে নেওয়া প্রকল্প অর্থনীতির ওপর চাপ বাড়ায় Sep 26, 2025
img
গণছাঁটাইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হোয়াইট হাউসের Sep 26, 2025
img
দিল্লির আধিপত্য মানবে না বাংলাদেশ : ফুয়াদ Sep 26, 2025
img
দেশের পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে শীর্ষ অগ্রাধিকারে রয়েছে : প্রধান উপদেষ্টা Sep 26, 2025
img
প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করা নেতারা গোপনে আমাদের ধন্যবাদ জানান: জাতিসংঘে নেতানিয়াহু Sep 26, 2025
img
জাতিসংঘের ভূমিকা মানবজাতির জন্য ইতিবাচক ও কল্যাণকর : প্রধান উপদেষ্টা Sep 26, 2025
img
ফ্যাসিবাদীর সঙ্গে আঁতাতকারীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে : গয়েশ্বর Sep 26, 2025
img

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি Sep 26, 2025
img
বিএনপিতে যোগ দিলেন ৭০০ সনাতনী Sep 26, 2025
img
গণহত্যার দাবি অস্বীকার করে নেতানিয়াহু বললেন ‘গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’ Sep 26, 2025
img
১৫ বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন আঙুল ফুলে কলাগাছ হচ্ছে: শামারুহ মির্জা Sep 26, 2025
img
বিএনপি মাদক ও অবক্ষয়মুক্ত কর্মমুখর যুব জনগোষ্ঠী গড়ে তুলবে : এমরান সালেহ প্রিন্স Sep 26, 2025