বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকারে এলে ক্রীড়া, সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে মাদক ও অবক্ষয়মুক্ত শান্তি, প্রগতিশীল ও কর্মমুখর যুব জনগোষ্ঠী গড়ে তুলতে সচেষ্ট থাকবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা দালদাম পাহাড়ি নদী তীরবর্তী ডুমনিকুড়া মাঠে ডুমনিকুড়া কাটাবাড়ী গারো সোসাইটি আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট-ডিকেএফসির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী ফুটসাল টুর্নামেন্টে গারো জনগোষ্ঠীর ২৬টি টিম অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স পৌঁছালে গারো কিশোরীদের একটি দল গারো জাতিগোষ্ঠীর ঐতিহ্য অনুযায়ী সম্মানসূচক পাগড়ি, উত্তরীয় পরিয়ে, গানের তালে ফুল ছিটিয়ে, নৃত্য করে তাকে স্বাগত জানায়।
এমরান সালেহ প্রিন্স ডিকেএফসির উদ্বোধন করে বলেন, বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির পরিচয় নির্বিশেষে সব বাংলাদেশি মানুষের সম্মিলনে সম্প্রীতির বন্ধনে বৈচিত্র্যময় শক্তিশালী জাতি তথা ‘রেইনবো ন্যাশন’ গড়ে তুলবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ ও ঐতিহাসিক ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঘোষিত ৩১ দফা, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মোতাবেক এই ভিশন বাস্তবায়নের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি তারেক রহমানকে ইতিবাচক ও স্বপ্নবাজ নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তারেক রহমান জনগণকে শুধু স্বপ্নই দেখাননি, গণজাগরণ সৃষ্টি করেছেন এবং স্বপ্ন বাস্তবায়নে রোডম্যাপ দিয়েছেন।
তিনি বলেন, আমাদের সবার উচিত তারেক রহমানকে সহযোগিতা করা। তার মাধ্যমেই জাতি নতুন এক বাংলাদেশ পাবে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার নিশ্চিত থাকবে। বিএনপি জনগণের রায়ে সরকার গঠনে সক্ষম হলে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে পৃথক সরকারি কর্তৃপক্ষ গঠন করা হবে।
তিনি গারো জাতিগোষ্ঠীর প্রতি বিএনপি ও ধানের শীষে আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি আপনাদের আস্থা, ভালোবাসার প্রতিদান দেবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে।
তিনি তার স্বপ্ন ‘আলোকিত হালুয়াঘাট’-এর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সবার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ তারেক রহমানের হাত ধরে আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা হবে।
দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আলোকিত হালুয়াঘাট গড়তে সহযোগিতা, সমর্থন ও সম্পৃক্ততা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব হালুয়াঘাটের চেয়ারম্যান সুব্রত রেমা, প্লাস্টন রেমা, প্রভাত ড্রং, প্রণালী রেমা, অলিভিয়া ডিউ প্রমুখ বক্তব্য দেন। পরে তিনি উপস্থিত গারো খেলোয়াড়, আয়োজকদের সঙ্গে পরিচিত হন। তিনি উপস্থিত শত শত গারো নারী-পুরুষ, দর্শকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
কেএন/টিকে