ট্রাম্পের চাপে জাতিসংঘে প্রতিবাদী ভাষণ দেবেন নেতানিয়াহু

জাতিসংঘে শুক্রবার ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি প্রতিবাদী বার্তা দেওয়ার কথা ছিল। কিন্তু গাজা নিয়ে একটি চুক্তি করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরল চাপের মুখোমুখি হচ্ছেন তিনি।

গাজায় দুই বছরের বিরামহীন হামলার প্রতিবাদে ফ্রান্স, ব্রিটেন এবং আরো কয়েকটি পশ্চিমা শক্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কয়েকদিন পর নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

ইসরাইলি ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রত্যাখ্যান করে আসছেন ও তার অতি-ডানপন্থী মিত্ররা স্বাধীন ফিলিস্তিনের বাস্তব সম্ভাবনাকে ধ্বংস করার জন্য পশ্চিম তীরকে সংযুক্ত করার কথা ভাবছে।

কিন্তু সাধারণত নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প গাজায় একটি শান্তি পরিকল্পনা পেশ করার সময় সংযুক্তির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত থাকবে। যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত ভয়াবহ হামলা চালানোর ফলে ইসরাইলি প্রতিশোধের সূত্রপাত করেছিল।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ‘আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেব না। ’ ‘না, আমি তা হতে দেব না। এটা হবে না।’ ট্রাম্প বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি সোমবার ওয়াশিংটনে যাবেন বলে আশা করা হচ্ছে।

অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করাসহ যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় ইসরাইলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাওয়ার এক অস্বাভাবিক পথ বেছে নেন। যার মধ্যে জিব্রাল্টারের সংকীর্ণ প্রণালীর ওপর দিয়ে বিমানে ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের রিয়েল এস্টেট বন্ধু ও বৈশ্বিক আলোচক স্টিভ উইটকফকে ম্যানহাটনে নেতানিয়াহু যেখানে অবস্থান করছিলেন সেই কড়া পাহারায় ঘেরা বিলাসবহুল হোটেলে প্রবেশ করতে দেখা গেছে।


বিক্ষোভকারীদের মধ্যে একজন তরুণী আন্দ্রেয়া মিরেজ বলেছেন, ‘যুদ্ধাপরাধীরা কোনো মানসিক শান্তির যোগ্য নয়। তাদের কোনো ঘুমের যোগ্য নয়’। এই সময় প্রায় ২০ জন বিক্ষোভকারী ও একই সংখ্যক নেতানিয়াহুর সমর্থককে বাইরে দেখা গেছে।

টাইমস স্কয়ার থেকে শুক্রবার নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে একটি মিছিলের পরিকল্পনা করেছেন মানবাধিকার কর্মীরা। নেতানিয়াহু পশ্চিমা সমালোচকদের ও জাতিসংঘের সমালোচনা করেছেন। পশ্চিমা ও জাতিসংঘকে তিনি পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন। তিনি ট্রাম্পকে অমান্য করতেও ভয় পাননি। মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ইরান, কাতার ও সিরিয়ায় সামরিক পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছেন।
আন্তর্জাতিক সংকট গ্রুপের জন্য জাতিসংঘের অনুসরণকারী রিচার্ড গোয়ান বলেছেন, ‘আমি মনে করি নেতানিয়াহুর সুর চরমভাবে কঠোর হবে’।

তিনি বলেছেন, ‘তিনি গাজায় তার অভিযানের পক্ষে বা ব্যাখ্যা দিতে জাতিসংঘে আসছেন না। তিনি ইসরাইলকে সমর্থন করতে ব্যর্থতার জন্য জাতিসংঘের সমালোচনা করতে আসছেন, বিশেষ করে এই সপ্তাহের শুরুতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর নিন্দা জানাতে আসছেন’।

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ার বিরল পদক্ষেপ নেওয়ার পর বৃহস্পতিবার ভিডিওর মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি। আব্বাস বলেছেন, তার ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিদ্বন্দ্বী হামাসের কোনো ভবিষ্যৎ থাকা উচিত নয় এবং ৭ অক্টোবরের হামলা ও ইহুদি-বিদ্বেষ উভয়েরই নিন্দা করেন।

গোয়ান সন্দেহ করেছিলেন, আব্বাসের বক্তৃতা নেতানিয়াহুকে প্রভাবিত করবে। তিনি বলেছেন, ‘এটা স্পষ্ট যে নেতানিয়াহু কেবল হামাস পরিচালিত ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণারই বিরোধী নন বরং ফিলিস্তিনি রাষ্ট্রের মৌলিক ধারণারও বিরোধী’।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

জামায়াতের সাথে ইউনূসের ‘রাইতের’ সম্পর্ক আছে: অ্যাডভোকেট ফজলুর রহমান Sep 26, 2025
img
গানশট উদযাপন নিয়ে ফারহানের বুদ্ধিদীপ্ত জবাব, অস্বস্তিতে আইসিসি Sep 26, 2025
সন্তানকে যেভাবে ইসলামের দিকে আনবেন | ইসলামিক টিপস Sep 26, 2025
img
কারো কারো মধ্যে ছোট ছোট শেখ হাসিনা হয়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে : সাইফুল হক Sep 26, 2025
শ্রদ্ধা-রাহুলের মিষ্টি মুহূর্ত ভাইরাল, এবার সামনে আসছে প্রেম? Sep 26, 2025
টি-টোয়েন্টি ইতিহাস ভারতের পক্ষে, কিন্তু এবার চমক দেখাতে চায় পাকিস্তান! Sep 26, 2025
শিক্ষার্থীদের যে সমস্যাগুলোতে কাজ করবেন বলে জানালেন চাকসুর শিবির সমর্থিত ভিপি প্রার্থী Sep 26, 2025
ড. ইউনূসকে ‘আন্ডা পেয়েছেন’ বলে তিরষ্কার মুফতি সৈয়দ ফয়জুল করিমের Sep 26, 2025
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝাড়লেন জুলাই আহত Sep 26, 2025
নারীদের নিয়ে বিশ্ব ভ্রমনের আয়োজন করছে গো-গার্লস Sep 26, 2025
img
হারিস রউফকে জরিমানা, ফারহানকে সতর্ক করল আইসিসি Sep 26, 2025
img
ছাত্রলীগ নেতা সফি এখন ছাত্রদল সভাপতি Sep 26, 2025
img
অনুষ্ঠানস্থলে ফোন হারালেন গয়েশ্বর চন্দ্র, সন্ধান দিলে ৫০০০ টাকা পুরষ্কার Sep 26, 2025
img
বিএনপির অর্ধশতাধিক নেতকর্মীর জামায়াতে যোগদান Sep 26, 2025
img
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির বিবৃতি ভুল : প্রেসসচিব Sep 26, 2025
img
নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ করলেন বহু দেশের প্রতিনিধি Sep 26, 2025
img
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে Sep 26, 2025
img
পূজাকে ঘিরে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে: গয়েশ্বর Sep 26, 2025
img
জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও দ্রুত বিচার চায় মঞ্চ চব্বিশ Sep 26, 2025
img
ইসরাইলি বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান আব্বাসের Sep 26, 2025