মাস তিনেক আগে বাবা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গেল ১ জুন পরমব্রত ও পিয়া চক্রবর্তী দম্পতির ঘর আলোকিত করে পুত্র সন্তান এলেও তাকে প্রকাশ্যে আনেন নি তারা। অবশেষে তিন মাস পর ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছোট ছোট হাত, গোল গোল চোখ- ছেলের ছবি প্রকাশ্যে আনতেই মন্তব্য বাক্সে ভালোবাসার বন্যা দেখা যাচ্ছে।
ছেলের মাথাটা বড়, তারকা-পত্নী পিয়া নিজেই জানিয়েছেন এ কথা। পরম-পিয়া ছেলের নাম রেখেছেন নিষাদ। সাত সুরের একেবারের শেষ সুর। যদিও এই নামের আরও একটি মানে রয়েছে।
‘নিষাদ’, যাকে দুঃখ কখনো ছুঁতে পারে না। ছেলের আরও একটা নাম রেখেছেন তারকাদম্পতি, ‘নডি’।
অভিনেতা আগেই জানিয়েছিলেন, সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেবেন। সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকবেন। মাস খানেক আগেও অভিনেতা-পত্নী জানিয়েছিলেন, ছেলে আসলে কার মতো দেখতে হয়েছে সেটা এখনো বুঝে উঠতে পারছেন না তারা।
যদিও পিয়া ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ছেলের মুখে দুজনের চেহারার মিল রয়েছে। ছেলেকে ও নিজেদের সামলাতে সামলাতে কীভাবে সময় বয়ে যাচ্ছে বুঝতে পারছেন না তারা। ছেলের ভাল নাম নিষাদ হলেও, বাবা পরম নাকি ছেলেকে ‘জুনিয়র’ নামে ডাকেন।
এসএস/এসএন