চলচ্চিত্র নির্মাতা মেঘনা গুলজার-এর নতুন ক্রাইম ড্রামা ‘দায়রা’-এর শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বলিউডের শক্তিশালী তারকা কবীনা কাপুর খান এবং দক্ষিণী সুপারস্টার পৃথ্বিরাজ সুকুমারন, যারা জটিল ও স্তরবিন্যাসযুক্ত চরিত্রে উপস্থিত হচ্ছেন।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জঙ্গলি পিকচার্স এবং পেন স্টুডিওস, এবং তারা দর্শকদের জন্য উচ্চ-দাবির, গ্রিটি কাহিনী নিয়ে আসছেন যা অপরাধ, শাস্তি ও ন্যায়বিচারের অন্তরঙ্গ দিকগুলো তুলে ধরবে। শুটিং-এর প্রথম মুহূর্তের ছোটখাটো দৃশ্যে দেখা গেছে, পৃথ্বিরাজ একজন মেলানকোলিক পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায়, আর কবীনা একটি তীব্র, শক্তিশালী আভায়।
এটি মেঘনা গুলজার এবং জঙ্গলি পিকচার্সের তৃতীয় সহযোগিতা, এর আগে ‘রাঞ্জি’ এবং ‘তালভার’-এর মতো প্রশংসিত কাজের সূত্র ধরে। এই ছবির তারকা শক্তি, নির্মাতার দৃষ্টি এবং উভয় প্রযোজনা প্রতিষ্ঠানের মিলিত সক্ষমতা ‘দায়রা’-কে ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত মুক্তি হিসেবে পরিচিত করেছে।
এমকে/এসএন