এক বছরে ১০ জনের নামে ইন্টারপোল রেড নোটিশ পাঠালো দুদক

গত এক বছরে অন্তত দশজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের স্বজনদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির জন্য পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনাজীর আহমেদ, ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) এবং তাদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশে দুর্নীতি দমনের ইতিহাসে এটিই প্রথমবার, যখন একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একযোগে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হলো।

দুদক জানিয়েছে, রেড নোটিশ চেয়ে পাঠানো প্রতিটি চিঠির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিস্তারিত পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ঠিকানা এবং গ্রেফতারি পরোয়ানাসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়েছে। দুদকের চিঠি পাওয়ার পর পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানাবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। তার ছেলে জয় যুক্তরাষ্ট্রে, আর মেয়ে পুতুলও দেশের বাইরে অবস্থান করছেন।

এর পরপরই পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। এরপর চলতি বছরের জানুয়ারিতে ৬টি মামলা দায়ের করা হয়, যাতে শেখ হাসিনা, তার সন্তান ও বোনসহ পরিবারের অন্তত ৭ সদস্যকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, সরকারি ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠা করে ছয়টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন তারা।

এই মামলাগুলোর ভিত্তিতে ঢাকার বিশেষ জজ আদালত শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় দুদক শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ জানায়।

শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠিতে দুদক জানায়, মামলার তদন্তকালে জানা যায় যে এজাহারনামীয় আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এতে দুদক আরও জানায়, এমন অবস্থায় বিজ্ঞ আদালতের আদেশ, গ্রেফতারি পরোয়ানা, এজাহারের কপি, চার্জশিটের কপি এবং পূরণকৃত রেড নোটিশ ফরম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলো।

জয় ও পুতুলের বিষয়ে পাঠানো চিঠিতেও একই কথা বলা হয়েছে। চিঠিতে মা ও ছেলে ও মেয়ের নাম, এনআইডি নম্বর, বাবা ও মায়ের নাম, পাসপোর্ট নম্বর এবং ঠিকানাও দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, অন্যদের রেড নোটিশ জারির চিঠিতেও একই ধরনের তথ্য উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রথমে পুলিশ রেড নোটিশ জারির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠাবে।

এদিকে, সাবেক আইজিপি বেনাজীর আহমেদ ও তার স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধেও রেড নোটিশ চেয়ে চিঠি দিয়েছে দুদক। এর আগে তাদের নামে থাকা ঢাকায় ৮টি ফ্ল্যাট, ২৫ একরের বেশি জমি, ৩৩টি ব্যাংক হিসাব, শত কোটি টাকার বিনিয়োগ ও কোম্পানির শেয়ার জব্দ করা হয়। বেনাজীরের বিরুদ্ধে ৯ কোটির বেশি, তার স্ত্রীর বিরুদ্ধে ৩১ কোটির বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তালিকায় রয়েছেন চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম এবং তার দুই ভাই। সম্প্রতি আদালতের আদেশে তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশনা দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, এস আলম গ্রুপ রিলায়েন্স ফাইন্যান্স থেকে নামসর্বস্ব কোম্পানির নামে ১০০ কোটির বেশি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ করে। দুদকের অনুসন্ধানে উঠে আসে, এই অর্থ ঘুরিয়ে প্রতিষ্ঠানের অন্য হিসাবে নিয়ে মানি লন্ডারিং করা হয়।

এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা এবং এক লাখ কোটির বেশি অর্থ আত্মসাতের অভিযোগ। উল্লেখযোগ্যভাবে, তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং ২০১৭ সালের পর কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেন।

আরেক অভিযুক্ত, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে যুক্তরাজ্য, আরব আমিরাত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল সম্পদের মালিকানা এবং বাংলাদেশে শেয়ার ও জমি আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে ধরা পড়ে, তারা ১০০ কোটির বেশি টাকার সম্পদ অর্জন করেছেন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে।

দুদক সংশ্লিষ্টরা জানান, এসব রেড নোটিশ চেয়ে পাঠানো চিঠির প্রক্রিয়া যথাযথভাবে চলছে এবং ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চাওয়া হচ্ছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img

ফেসবুকে সিনিয়র সহকারী প্রেস সচিব

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি দলে সদস্য সংখ্যা ৬২ জন Sep 26, 2025
img
শূন্যের রেকর্ড গড়া সাইম আইয়ুবকে বাদ দিতে বললেন ওয়াকার Sep 26, 2025
img
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বাণিজ্যিক বন্দরে আগুন Sep 26, 2025
img
স্ত্রী পালাল প্রেমিকের সাথে, রাগে হেলিকপ্টারে চড়ে নতুন বউ আনল স্বামী Sep 26, 2025
img
জামায়াত ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি গোলাম পরওয়ারের Sep 26, 2025
img
শঙ্কা কাটিয়ে বিসিবির ভোটার তালিকায় তামিম Sep 26, 2025
জামায়াতের সাথে ইউনূসের ‘রাইতের’ সম্পর্ক আছে: অ্যাডভোকেট ফজলুর রহমান Sep 26, 2025
img
গানশট উদযাপন নিয়ে ফারহানের বুদ্ধিদীপ্ত জবাব, অস্বস্তিতে আইসিসি Sep 26, 2025
সন্তানকে যেভাবে ইসলামের দিকে আনবেন | ইসলামিক টিপস Sep 26, 2025
img
কারো কারো মধ্যে ছোট ছোট শেখ হাসিনা হয়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে : সাইফুল হক Sep 26, 2025
শ্রদ্ধা-রাহুলের মিষ্টি মুহূর্ত ভাইরাল, এবার সামনে আসছে প্রেম? Sep 26, 2025
টি-টোয়েন্টি ইতিহাস ভারতের পক্ষে, কিন্তু এবার চমক দেখাতে চায় পাকিস্তান! Sep 26, 2025
শিক্ষার্থীদের যে সমস্যাগুলোতে কাজ করবেন বলে জানালেন চাকসুর শিবির সমর্থিত ভিপি প্রার্থী Sep 26, 2025
ড. ইউনূসকে ‘আন্ডা পেয়েছেন’ বলে তিরষ্কার মুফতি সৈয়দ ফয়জুল করিমের Sep 26, 2025
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝাড়লেন জুলাই আহত Sep 26, 2025
নারীদের নিয়ে বিশ্ব ভ্রমনের আয়োজন করছে গো-গার্লস Sep 26, 2025
img
হারিস রউফকে জরিমানা, ফারহানকে সতর্ক করল আইসিসি Sep 26, 2025
img
ছাত্রলীগ নেতা সফি এখন ছাত্রদল সভাপতি Sep 26, 2025
img
অনুষ্ঠানস্থলে ফোন হারালেন গয়েশ্বর চন্দ্র, সন্ধান দিলে ৫০০০ টাকা পুরষ্কার Sep 26, 2025
img
বিএনপির অর্ধশতাধিক নেতকর্মীর জামায়াতে যোগদান Sep 26, 2025