হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধানের চারা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারাসই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ধানের চারা তোলাকে কেন্দ্র করে দিঘির পাড় গ্রামের শামসুদ্দিন মিয়া ও তারাসই গ্রামের কুদরত আলীর লোকজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয়পক্ষের কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষ চলাকালে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার ঘরের ভেতর আটকে পড়ে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে গুরুতর আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমি ও ফসল নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ধানের চারা তোলাকে কেন্দ্র করেই সেই পুরনো বিরোধ আবারও সংঘর্ষে রূপ নেয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এমআর/টিকে