এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে চলমান টুর্নামেন্টে দুই দলের আগের দুই সাক্ষাৎ ঘিরে রয়েছে বিভিন্ন বিতর্কিত ঘটনা৷ তারই জের ধরে এবার ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে জরিমানা করেছে আইসিসি।
এশিয়া কাপে গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচে জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এই জয় উৎসর্গ করেছিলেন দেশটির সশস্ত্র বাহিনীকে এবং একাত্মতা ঘোষণা করেছিলেন পেহেলগামে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আক্রান্তদেরকে।
পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচের পর সূর্যকুমার যাদব বলেছিলেন, ' দারুণ অনুভূতি। কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভালো সুযোগ হয়তো পাবো না। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা তাদের সমবেদনা জানাই। এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এভাবেই আমাদের অনুপ্রাণিত করবে।
এ নিয়ে সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির অভিযোগ ছিল, ক্রিকেট মাঠে রাজনৈতিক মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক যা ছিল আইসিসির আচরণবিধির পরিপন্থী। এ নিয়ে আইসিসির কাছে লেভেল ফোরের অপরাধে শাস্তির আবেদন করে পিসিবি।
ওই ম্যাচের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক পর্যায়ে 'অপারেশন সিঁদুর' কথাটি উল্লেখ করেছিলেন সূর্যকুমার। যা ছিল পেহেলগামের অনাকাঙ্ক্ষিত ঘটনার জবাবে ভারতের পরিচালিত সামরিক অভিযানের নাম, এ নিয়েই আপত্তি ছিল পিসিবির।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের পরিচালিত শুনানি অনুষ্ঠিত হয় সূর্যকুমার যাদবের। শুনানির পর ভারতীয় অধিনায়ককে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকইনফো জানিয়েছে, শাস্তির আদেশ পুনর্বিবেচনা করার জন্য আবেদন করেছে ভারত। আপিল শোনা হয়েছে কি না কিংবা কবে হবে, তা নিশ্চিত হতে পারেনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি।
এবারের এশিয়া কাপে দুই বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুই বারই জয় পেয়েছে ভারত। এশিয়া কাপের ১৭ আসরের ইতিহাসে প্রথমবারের মতো এবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
এসএস/টিএ