চতুর্থী থেকেই শুরু হয়েছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের দুর্গাপূজো উদযাপন। টলিপাড়ার এই তারকা দম্পতি এ বছর শারদোৎসবের সূচনা করেছেন বহুল আলোচিত সিনেমা ‘রক্তবীজ ২’-এর প্রিমিয়ারের মাধ্যমে।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ছবিতে দু’জনকেই দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। কাঞ্চন আগেও নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে কাজ করলেও শ্রীময়ীর এটাই প্রথম অভিজ্ঞতা। ফলে অভিনেত্রী আপাতত উচ্ছ্বাসে ভাসছেন। এক মাস আগেই টলিপাড়ায় কানাঘুষো শোনা গিয়েছিল যে, কাঞ্চন-শ্রীময়ী এই ছবিতে জুটি হয়ে হাজির হচ্ছেন।
তবে কোন চরিত্রে দেখা যাবে তাঁদের, তা প্রিমিয়ারের আগে অব্দি গোপনই রেখেছিলেন নির্মাতারা। অবশেষে পঞ্চমীর সকালে রহস্য ফাঁস। জানা গেছে, শ্রীময়ী অভিনয় করেছেন ‘নুরি বিবি’ নামের এক ভুয়ো পরিচয়পত্র তৈরি করা নারীর ভূমিকায়। আর কাঞ্চন মল্লিক পর্দায় হাজির হয়েছেন পুলিশ কর্মকর্তা ‘নিত্যানন্দ পুততুণ্ডি’ চরিত্রে, যাঁকে স্থানীয়রা ডাকেন ‘বাঁকা চাঁদ’।
কিভাবে নুরি বিবি পুলিশের জালে ধরা পড়েন, আর এর পেছনে লুকিয়ে থাকা অপরাধচক্রের আসল রূপ কী-তা জানতে হলে দেখতে হবে ‘রক্তবীজ ২’। শ্রীময়ী বলেন, “এর আগে আমি কখনো এমন চরিত্রে অভিনয় করিনি। নুরি বিবি একেবারেই ভিন্ন ধাঁচের চরিত্র। এখনকার সমাজে ভুয়ো পরিচয়পত্রের মতো বিষয় কত বড় অপরাধের জন্ম দিচ্ছে, সেই বাস্তবতাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল। এবারে সেই সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।” কাঞ্চনের স্ত্রী আরও যোগ করেন, “২০২৫ সালের দুর্গাপূজোটা আমার কাছে অন্যরকম।
কারণ এই বছরেই বড়পর্দায় এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছে, যেটা ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ।” টলিপাড়ায় এখন গুঞ্জন, পঞ্চমীর এই আপডেট দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই সিনেমাটি মুক্তি পেয়েছে হলে, আর দর্শকেরা ভিড় জমাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী দম্পতির এই নতুন রূপ দেখতে।
এসএস/টিএ