রিষভ শেট্টির ‘কান্তারা’ এখনো দর্শকের মনে দাগ কেটে বসে আছে। মাত্র ১৬ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ৩৫০ কোটিরও বেশি। বলিউডের বাণিজ্যিক দুনিয়ায় যেখানে আড়ম্বর আর বিপুল বাজেট ছাড়া সাফল্য কল্পনাই করা যায় না, সেখানে এই সিনেমা প্রমাণ করেছে খাঁটি গল্প বলার শক্তিই আসল।
‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ প্রিকুয়েল ঘোষণার পর থেকে ভক্তদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গেছে। অনেকে ভাবছেন, এ গল্প কি তবে আরও বড় কোনো মহাবিশ্বের অংশ হতে চলেছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে শেট্টিকে এ প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেননি। বরং রহস্যময় ভঙ্গিতে বললেন, ‘কান্তারার জগৎ অনেকটা গভীর কূপের মতো। এখনও অনেক কিছু অনাবিষ্কৃত রয়ে গেছে।’ তার এ কথায় জল্পনা তুঙ্গে উঠেছে, জন্ম দিয়েছে নানান ভক্ত-তত্ত্ব ও আলোচনার।
তবে এই সম্ভাবনাময় ‘মাল্টিভার্স’-এর স্বপ্ন বাস্তবায়ন সহজ নয়। প্রয়োজন ধারাবাহিকতা, সৃজনশীলতা আর গল্প বলার দক্ষতা। এখন প্রশ্ন একটাই ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ কেমন সাড়া পায় দর্শকের কাছে? সেই ফলাফলই নির্ধারণ করবে, নতুন এই জগৎ কি সত্যিই মহাবিশ্বে রূপ নেবে, নাকি এক অনাবিষ্কৃত রহস্য হয়েই থেকে যাবে।
এসএস/টিএ