আয়ুষ্মান খুরানার নতুন ছবি থামা নিয়ে উৎসাহ বাড়ছে প্রতিনিয়ত। রশ্মিকা মন্দানার সঙ্গে এই হরর-কোমেডি ছবিটি ইতোমধ্যেই আলোচনায় এসেছে। সম্প্রতি ট্রেলারে দেখা গেছে বরুণ ধাওয়ানের ছোট কিন্তু শক্তিশালী ক্যামেরো, যা ছবির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বরুণের এই আকস্মিক উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করেছে এবং তার সঙ্গে আয়ুষ্মান ও রশ্মিকার সংমিশ্রণ ছবিটিকে করেছে বহুমাত্রিক বিনোদনের উৎসব।
থামার গল্পে ভয়ের পাশাপাশি রয়েছে হাস্যরস ও অপ্রত্যাশিত মোড়, যা দর্শকদের একনিষ্ঠভাবে ছবির সঙ্গে যুক্ত করবে। বরুণ ধাওয়ানের ক্যামেরো শুধু দর্শকদের চমক দিচ্ছে না, বরং তার পরিচিত চরিত্রের মাধ্যমে গল্পের গভীরতাও বাড়াচ্ছে। এই ছবিটি এখন উৎসবকালীন একটি মনোরঞ্জনের স্বরূপ, যেখানে ভয়ের উপাদান এবং হাসির ফাঁক দিয়ে গল্প এগিয়ে যাচ্ছে। আয়ুষ্মান, রশ্মিকা আর বরুণের এই ত্রয়ী দর্শকদের মনে এক নতুন ছাপ ফেলতে যাচ্ছে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।
এমকে/টিএ