আয়ুষ্মান খুরানা আবারও বড় পর্দায় ফিরছেন তার স্বভাবসিদ্ধ চার্ম আর ভিন্নধর্মী চরিত্র নিয়ে। ‘থামা’ নামের হরর-কমেডি ঘরানার এই ছবি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। রক্তরঞ্জিত প্রেম কাহিনিকে ঘিরে তৈরি হওয়া ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। আয়ুষ্মানের অভিনয়ের বহুমাত্রিকতা ও রশ্মিকা মন্দানার সঙ্গে তার রসায়ন নতুন করে আলোচনায় এসেছে।
ছবির গল্পে যেমন আছে ভয়, তেমনি আছে হাসি আর চমক। দিওয়ালির উৎসবকে ঘিরে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি পরিবার এবং তরুণ দর্শকের জন্য হতে চলেছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আয়ুষ্মান খুরানা বরাবরই নিজের অভিনয়ে নতুনত্ব আনার চেষ্টা করেন, আর ‘থামা’ যেন তার সেই প্রচেষ্টারই এক নতুন দিকচিহ্ন। রশ্মিকা মন্দানার সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রিও দর্শকদের ভালো লেগেছে ট্রেলারে। হরর, কমেডি আর ভালোবাসার এক মিশেলে তৈরি এই ছবি এবারের দিওয়ালিতে হতে পারে সবচেয়ে আলোচিত এবং সফল চলচ্চিত্র।
এমকে/টিএ