দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত ১০ দিনে ৯৯ টন ৮৬ কেজি ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ইলিশ রফতানির তথ্য নিশ্চিত করেন বেনাপোল বন্দর মৎস নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা।
রফতানিকৃত ইলিশের ওজন প্রতিটি এক কেজি বা তার বেশি। প্রতি কেজির রফতানি মুল্য ১২ ডলার ৫০সেন্ট। যা বাংলাদেশি অর্থে ১৫২৫ টাকা।
এদিকে ইলিশ রফতানিকারক জিয়াউর রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদনের পরিমাণ ছিল ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ মেট্রিক টন। চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হলেও ২০১৯ সাল থেকে সরকার বিশেষ বিশেষ বিবেচনায় প্রতিবছর দুর্গাপূজাতে ইলিশ রফতানি করে। এবছর পূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। আগামী ০৫ অক্টোবরের মধ্যে রফতানি শেষের নির্দেশ রয়েছে।
বেনাপোল আমদানি ও রফতানি সমিতির সহ সভাপতি আমিনুল হক জানান, এত অল্প সময়ে সব ইলিশ পাঠানো কঠিন হয়ে পড়বে। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২৪৫০ টনের অনুমতি দিয়েছিল। কিন্তু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রফতানি হয়েছিল ৬৩৬ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে একাই রফতানি হয় ৫৩২ টন। বর্তমানে ইলিশের সরবরাহ কম ও বাড়তি দামের কারণে খুব বেশি ইলিশ রফতানি হবে না।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, পূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রফতানির সুযোগ থাকবে।
এদিন শনিবার (২৭ সেপ্টেম্বর) সব শেষ ভারতে ১২টন ৮৬ কেজি ইলিশ রফতানি হয়েছে।
ইউটি/টিএ