দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এনআরবি কানেক্ট ডে' উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মন্তব্য করে জুলাইয়ের বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে'র অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় মুহুর্মুহু করতালি আর স্লোগানে বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানান প্রবাসীরা। ড. ইউনূসও হাত নেড়ে তাদের জবাব দেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। এক বছর আগে কী পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানিয়ে প্রবাসীদের বলেন, ‘বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে।’

প্রবাসীদের পাঠানো অর্থ রেমিট্যান্সের ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ড. ইউনূস। তিনি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।

জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ আরও অনেকে। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার ওপর জোর দেন।

এর আগে অনুষ্ঠানে দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপি নেতা হুমায়ূন কবীর, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমান ও এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা প্যানেল আলোচনায় আবেগঘন বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বক্তব্য রাখেন। প্রশ্নোত্তরপর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘বিমানবন্দরে রাজনীতিকদের ওপর হামলার ঘটনায় ওয়াশিংটন দূতাবাস কিংবা নিউইয়র্কের কনস্যুলেটের কারও ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেয়া হবে।’

জাতিসংঘে অধিবেশন উপলক্ষে ১১ দিনের সফরে এসে অষ্টম দিনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে এলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রবাসীরাও সরাসরি সরকার প্রধানকে দেখার সুযোগ পেলেন। প্রবাসীরা সব সময়ই দেশের জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য করে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

 কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইউএন-হ্যাবিট্যাটকে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান প্রধান উপদেষ্টার Sep 28, 2025
img
শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া আমির! Sep 28, 2025
img
ভোট পরিচালনার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি : সিইসি Sep 28, 2025
img
সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন : তারেক রহমান Sep 28, 2025
img
বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’ তৈরি হচ্ছে আবুধাবিতে Sep 28, 2025
img
আমরা ৯টি আইন সংশোধন করেছি : সিইসি Sep 28, 2025
img
শ্রদ্ধা কাপুরের লাল শাড়ি নজর কাড়ল সবার Sep 28, 2025
img

২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার Sep 28, 2025
img
এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন: সিইসি Sep 28, 2025
img
ইসির নির্বাচনী সংলাপ শুরু Sep 28, 2025
img
থালাপতি বিজয়ের বাড়িতে সাধারণ মানুষের হামলায় নিরাপত্তা বৃদ্ধি Sep 28, 2025
img
সুষ্ঠু সুন্দর ভোট করতে নতুন নতুন কাজ হাতে নিয়েছে ইসি : সিইসি Sep 28, 2025
img
বারবার শান্তি প্রক্রিয়া নস্যাৎ করছেন নেতানিয়াহু- স্পেনের প্রধানমন্ত্রীকে এরদোয়ান Sep 28, 2025
img
এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নি‌য়ে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা Sep 28, 2025
img
আ. লীগ নেতারা আপনাদের বেয়াই লাগে নাকি?, বিএনপি নেতার ক্ষোভ Sep 28, 2025
img
জাতিসংঘে পাকিস্তানের ব্যাপক সমালোচনা জয়শঙ্করের Sep 28, 2025
img
একা বাইরে বের হয়ে তিক্ত অভিজ্ঞতা অজয়-কাজলের ছেলের Sep 28, 2025
img
খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, সর্বত্র বিরাজ করছে থমথমে পরিস্থিতি Sep 28, 2025
img
ফাইনালে ভারতও চাপে থাকবে, দাবি পাকিস্তান অধিনায়কের Sep 28, 2025
img
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের ৯৬তম জন্মবার্ষিকী আজ Sep 28, 2025